নেত্রকোনার মদনে বোরো ধানের জমি থেকে শাওন ভূইয়া নামের এক নবম শ্রেণী শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার মাঘান ইউনিয়নের মাঘান পুরাতন বাজার ভূমি অফিসের সামনে বোরো ধানের জমি থেকে মরদেহটি উদ্ধার করে মদন থানা পুলিশ।
শাওন ভূইয়া পদশ্রী গ্রামের দুলাল ভূইয়ার ছেলে। তিনি জাহাঙ্গীরপুর তুহুর আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে মাঘান পুরাতন বাজার ভূমি অফিসে সামনে স্থানীয়রা বোরো ধানের জমি দেখতে গেলে মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গলাকাটা লাশটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, রাতে দুর্বৃত্তরা শাওনকে হত্যা করে জমিতে পুঁতে রেখে গেছে।
এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, নিহতের পরিচয় পাওয়ার পরে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইখা