স্বপ্নের মতো একটি বছরই কাটালেন ফরাসি ফুটবলার উসমান দেম্বেলে। ২০২৫ সালের ব্যালন ডি’অর, ফিফা দ্য বেস্ট তো আগেই জিতেছেন তিনি। এবার গ্লোব সকার অ্যাওয়ার্ডসেও বছরের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন পিএসজি’র এই উইঙ্গার।
একই অনুষ্ঠানে আলাদা ক্যাটাগরিতে সম্মানিত হয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। অন্যদিকে বর্ষসেরা মধ্যপ্রাচ্যের খেলোয়াড়ের (বেস্ট মিডল ইস্ট প্লেয়ার) পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ব ফুটবলের বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শীর্ষ পুরস্কার জয়ের পথে দেম্বেলে পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপে, রাফিনহা ও লামিন ইয়ামালের মতো তারকাদের।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করে পিএসজিকে এক মৌসুমে ছয়টি শিরোপা জেতাতে ভূমিকা রাখেন দেম্বেলে।
গ্লোব সকার অ্যাওয়ার্ডসের মঞ্চে দেম্বেলে ছাড়াও আলোচনায় ছিলেন লামিনে ইয়ামাল। ১৮ বছর বয়সী এই বার্সেলোনার এই ফুটবলার জিতেছেন সেরা ফরোয়ার্ডের পুরস্কার। পাশাপাশি ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।
এদিকে মধ্যপ্রাচ্যের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুবাইয়ের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ৯৫৬ গোল করা এই পর্তুগিজ ফরোয়ার্ড ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও কথা বলেন। তিনি জানান, গোল করা চালিয়ে যাওয়ার পাশাপাশি আরও ট্রফি জিততে চান এবং চোটমুক্ত থাকলে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করার আশাবাদ ব্যক্ত করেন।
২০২৫ গ্লোব সকার অ্যাওয়ার্ডসের অন্যান্য বিজয়ীরা:
সেরা উদীয়মান খেলোয়াড়: দেজিরে দুয়ে (পিএসজি)
সেরা ফরোয়ার্ড: লামিন ইয়ামাল (বার্সেলোনা)
সেরা কোচ: লুইস এনরিকে (পিএসজি)
মিডল ইস্ট সেরা খেলোয়াড়: ক্রিশ্চিয়ানো রোনালদো (আল-নাসর)
সেরা ক্লাব: প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)