এইমাত্র
  • বিপিএলের স্থগিত হওয়া দুই ম্যাচের নতুন সূচি প্রকাশ
  • খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া
  • পানিসংকট ও খাল দখলে বিপর্যস্ত বাগেরহাট–রামপালের কৃষি‎
  • জকসু নির্বাচন ৬ জানুয়ারি
  • খালেদা জিয়ার মৃত্যুতে সাকিবের পোস্ট
  • টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে
  • ব্যাংক ঋণের আদলে ক্ষুদ্রঋণেও চালু হচ্ছে এমএফ-সিআইবি সিস্টেম
  • খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়েছে: রাষ্ট্রপতি
  • খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি
  • খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক
  • আজ মঙ্গলবার, ১৬ পৌষ, ১৪৩২ | ৩০ ডিসেম্বর, ২০২৫
    অর্থ-বাণিজ্য

    আম্বালা ফাউন্ডেশনের নতুন চেয়ারপারসন সাজ্জাদ হোসেন

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম

    আম্বালা ফাউন্ডেশনের নতুন চেয়ারপারসন সাজ্জাদ হোসেন

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম

    ক্ষুদ্রঋণভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের নতুন চেয়ারপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো: সাজ্জাদ হোসেন।

    সোমবার (২৯ ডিসেম্বর) সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আম্বালা ফাউন্ডেশনের তিন বছর মেয়াদি পুনর্গঠিত কার্যনির্বাহী পরিষদ অনুমোদনের কথা জানানো হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়, ২৩ জুলাই ২০২৫ থেকে ২২ জুলাই ২০২৮ মেয়াদে মো: সাজ্জাদ হোসেন আম্বালা ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন।

    সাজ্জাদ হোসেন বাংলাদেশ ব্যাংকে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-তে পরিচালক হিসেবে কাজ করেন। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসে মহাব্যবস্থাপক এবং কেন্দ্রীয় কার্যালয়ে কারেন্সি অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

    শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ভুক্ত একটি কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।

    উল্লেখ্য, ক্ষুদ্রঋণভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশন দেশের এনজিও খাতে তিন দশকেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে আর্থিক সেবা দিয়ে আসছে। পাশাপাশি দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

    জানা গেছে, বর্তমানে আম্বালা ফাউন্ডেশন দেশের ২১টি জেলার ২৪১টি শাখায় দুই হাজারের বেশি কর্মীর মাধ্যমে প্রায় এক লাখ ১৯ হাজার মানুষের মাঝে ক্ষুদ্রঋণ কার্যক্রম স্বচ্ছ ও সুসংগঠিতভাবে পরিচালনা করছে।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…