বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। ক্রিকেট ও ফুটবলের শীর্ষ সংগঠন থেকে শুরু করে ক্রীড়াবিদদের ব্যক্তিগত প্রতিক্রিয়ায় উঠে এসেছে গভীর শ্রদ্ধা ও শোকের কথা।
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত বার্তায় শোক প্রকাশ করেন। সাকিব আল হাসানও আলাদাভাবে সমবেদনা জানান। তাঁদের বক্তব্যে খালেদা জিয়ার প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে, তারই প্রতিফলন দেখা যায়।
ফুটবল অঙ্গনে খালেদা জিয়ার অবদান স্মরণ করেছেন সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি বলেন, ক্রীড়াঙ্গনের বিভিন্ন সময়ে তাঁর উপস্থিতি ও পৃষ্ঠপোষকতা খেলোয়াড়দের জন্য ছিল অনুপ্রেরণার উৎস। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালও এক বিবৃতিতে ক্রীড়াঙ্গনে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাফুফে পৃথক শোকবার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে। বিসিবির বিবৃতিতে বলা হয়, তিনি শুধু রাজনৈতিক নেতৃত্বই দেননি, ক্রীড়াঙ্গনের প্রতিও ছিল তাঁর আন্তরিক আগ্রহ। বাফুফে এই ঘটনাকে দেশের জন্য ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছে।
শোকের প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার বিপিএলের নির্ধারিত সব ম্যাচ স্থগিত করা হয়েছে। একই কারণে এদিন কোনো ফুটবল ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সারাদেশের ক্রীড়াঙ্গনে কার্যত নেমে এসেছে নীরবতা।
সংশ্লিষ্টরা বলছেন, সময়ের প্রবাহে মাঠে ফিরবে খেলা, দর্শকসারিতে ফিরবে কোলাহল। তবে ক্রীড়াঙ্গনের বিভিন্ন আয়োজনে এক পরিচিত মুখের অনুপস্থিতি দীর্ঘদিন অনুভূত হবে।
আরডি