বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঙ্গলবারের দু’টি ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থগিত হওয়া এই দুই ম্যাচের নতুন সূচি জানিয়েছে বিসিবি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিসিবি জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচ দুটি আগামী বুধবার অনুষ্ঠিত হবে। তবে ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সাধারণত দিনের প্রথম ম্যাচ দুপুর ১টায় শুরু হলেও বুধবার প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। আর দিনের দ্বিতীয় ম্যাচ, যা সাধারণত সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়, সেটি শুরু হবে রাত ৮টায়।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল সিলেট টাইটান্সের। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের।
এর আগে এক বিবৃতিতে বিসিবি জানায়, বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং দেশের শোকাবহ পরিবেশের কারণে মঙ্গলবারের নির্ধারিত ম্যাচগুলো আয়োজন করা সম্ভব নয়। সংশোধিত সময়সূচি ও ভেন্যু সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।
আরডি