২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রাথমিক ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে ফিরেছেন দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করা জফরা আর্চার, তবে জায়গা হয়নি তরুণ ব্যাটার জেমি স্মিথের।
চোটের কারণে অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে পড়া জফরা আর্চারকে ঘিরেই বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছে ইংল্যান্ড। তবে বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে রাখা হয়নি তাকে।
ঘোষিত এ দলে সবচেয়ে আলোচিত মুখ জশ টাং। এখনও আন্তর্জাতিক ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে অভিষেক না হওয়া এই ক্রিকেটারকে দলে রেখেছেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
নির্বাচকদের ধারণা, উপমহাদেশের তুলনামূলক ফ্ল্যাট উইকেটে টাং-এর গতি ও বাউন্স কার্যকর হতে পারে। সাম্প্রতিক অ্যাশেজ সিরিজে তাঁর পারফরম্যান্সও নির্বাচকদের আস্থা বাড়িয়েছে।
অন্যদিকে, ব্যাটিং অর্ডারের মার-প্যাচে বাদ পড়তে হয়েছে জেমি স্মিথকে। বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরের দলে জায়গা হয়নি জর্ডান কক্সেরও। চোটের কারণে বাইরে রয়েছেন সাকিব মাহমুদ। তবে নিউজিল্যান্ড সফর মিস করা অলরাউন্ডার উইল জ্যাকস এবং ওপেনার বেন ডাকেট আবার ফিরেছেন দলে।
আগামী ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। এরপর ১১ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে এবং ১৬ ফেব্রুয়ারি ইতালির মুখোমুখি হবে তারা।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে যাবে ইংল্যান্ড দল। ২২ জানুয়ারি শুরু হতে যাওয়া এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
ইংল্যান্ডের শ্রীলঙ্কা সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার (শুধুমাত্র বিশ্বকাপ), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং ও লুক উড।
আরডি