পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গাঁজাসহ এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৮টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার সর্দারপাড়া এলাকা থেকে মহিম হোসেন (২২) নামের ওই যুবককে গাঁজাসহ আটক করে পুলিশ।
আটক মহিম হোসেন মধ্য ভাণ্ডারিয়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আনোয়ার হোসেনের ছেলে।
আটকের পর ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এনআই