যশোরের কেশবপুরে হাড় কাঁপানো শীতের মধ্যেও চাষিরা বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন। চাষিরা বলছেন, উপযুক্ত সময়ে ধানের চারা রোপণ না করতে পারলে আশানুরূপ ফলন ব্যাহত হতে পারে। তাই কনকনে শীত উপেক্ষা করেই তারা কাজ চালিয়ে যাচ্ছেন।
কেশবপুর উপজেলা কৃষি অধিদপ্তর জানিয়েছে, এ বছর উপজেলায় ১৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর বোরো ধানের আবাদ হয়েছিল ১২ হাজার ৯৯০ হেক্টর জমিতে।
চাষিরা জানান, পাঁজিয়া, সুফলাকাটি, গৌরীঘোনা ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের বিলসমূহে বোরো ধান আবাদ করার জন্য মাছের ঘেরের পানি সেচ দিয়ে উন্মুক্ত নদী ও খালে ফেলা হচ্ছে। এতে খালের পানি বেড়ে উন্মুক্ত বিলগুলোর মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ওইসব এলাকায় বোরো ধান আবাদ প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
জলাবদ্ধতার কারণে মাত্র ১৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ হচ্ছে। চাষিরা বলেন, শীতে কষ্ট হলেও কিছু করার নেই, কারণ বোরো ধান আবাদ করার জন্য এখনই উপযুক্ত সময়।
এনআই