এইমাত্র
  • সবুজ পাতায় স্বপ্নের ফসল, রায়পুরে পান চাষে সাফল্যের জোয়ার
  • দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, নেমেছে ৮ ডিগ্রিতে
  • রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?
  • সবজি-মুরগির দামে স্বস্তি, চড়া মাছের বাজার
  • সম্পদের হিসেবে জোনায়েদ সাকির চেয়ে এগিয়ে তার স্ত্রী
  • বাকৃবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়‌দের হামলা, আহত ৫
  • পঞ্চগড়ে কোটি টাকার বীজ আলু পচে নষ্ট, দায় কার?
  • বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন তারেক রহমান
  • নতুন বছরে ভারতগামী যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ফি
  • জার্মানিতে নববর্ষ উদযাপনে বহু হতাহত, গ্রেফতার ৪০০
  • আজ শুক্রবার, ১৯ পৌষ, ১৪৩২ | ২ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সাবেক মন্ত্রী মাহমুদুল হাসানের রুহের মাগফেরাত কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

    সাবেক মন্ত্রী মাহমুদুল হাসানের রুহের মাগফেরাত কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

    বিএনপির ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক এমপি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২ জানুয়ারি) বিকালে টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় প্রাঙ্গনে এ দোয়া মাহফিলের আয়োজন করে সদর উপজেলা বিএনপি।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু।

    সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার রাশেদ হাসান ও মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জল।

    বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ জেলা ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব।

    প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান অত্যন্ত ভালো মানুষ ছিলেন। টাঙ্গাইল ও ঢাকার উন্নয়নে তিনি অনেক অবদান রেখেছেন। অসংখ্য স্কুল, কলেজ ও মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। আমি চেষ্টা করব, তাঁর পরিবারের একজন সদস্যের মতো করে তার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দেখতে। পাশাপাশি যমুনা নদীর বেড়িবাধ ও মাহমুদনগর ব্রিজসহ তার সকল অসমাপ্ত কাজ আমি জনগণের ভোটে নির্বাচিত হলে সমাপ্ত করব, ইনশাআল্লাহ।

    উল্লেখ্য, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান গত ৩১ ডিসেম্বর ঢাকার গুলশানে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। ১ জানুয়ারি বিকেলে শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলমত নির্বিশেষে সর্বস্তরের হাজারো মানুষের ঢল নামে।

    জানাজা শেষে মরহুমকে টাঙ্গাইলের সন্তোষে নিজ বাড়ির আঙিনায় স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…