সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদ্রাসাছাত্র হাফেজ সিয়াম হোসেন হত্যা মামলায় প্রভাষক রাশেদুল ইসলাম ভূঁইয়া (৪২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে এনায়েতপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাশেদুল ইসলাম ভূঁইয়া ওই গ্রামের পল্লীচিকিৎসক রফিকুল ইসলাম ভূঁইয়ার বড় ছেলে।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনায়েতপুর থানার সদর এলাকায় হাফেজ সিয়াম হোসেনকে হত্যা করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ২১ আগস্ট এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী মোল্লা বাদী হয়ে ৮৯ জনের নাম উল্লেখসহ ৫০০ থেকে ৭০০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
এই মামলায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং খামারগ্রাম ডিগ্রি কলেজের প্রভাষক রাশেদুল ইসলাম ভূঁইয়াকে শুক্রবার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
এনআই