এইমাত্র
  • সবুজ পাতায় স্বপ্নের ফসল, রায়পুরে পান চাষে সাফল্যের জোয়ার
  • দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, নেমেছে ৮ ডিগ্রিতে
  • রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?
  • সবজি-মুরগির দামে স্বস্তি, চড়া মাছের বাজার
  • সম্পদের হিসেবে জোনায়েদ সাকির চেয়ে এগিয়ে তার স্ত্রী
  • বাকৃবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়‌দের হামলা, আহত ৫
  • পঞ্চগড়ে কোটি টাকার বীজ আলু পচে নষ্ট, দায় কার?
  • বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন তারেক রহমান
  • নতুন বছরে ভারতগামী যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ফি
  • জার্মানিতে নববর্ষ উদযাপনে বহু হতাহত, গ্রেফতার ৪০০
  • আজ শুক্রবার, ১৯ পৌষ, ১৪৩২ | ২ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পাবনা-১ আসনে দুই স্বতন্ত্র বিএনপি নেতার মনোনয়ন বাতিল

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম
    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম

    পাবনা-১ আসনে দুই স্বতন্ত্র বিএনপি নেতার মনোনয়ন বাতিল

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাইয়ে পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা দুই বিএনপি নেতার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

    মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন—সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুন নাহার খানম এবং কেন্দ্রীয় তাঁতীদলের সহ-সভাপতি ইউনুস আলী।

    শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফা এ ঘোষণা দেন।

    রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা জানান, ৬৮ পাবনা-১ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে সমর্থক ভোটার তালিকায় স্বাক্ষর ও তথ্যগত ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী খায়রুন নাহার খানমের মনোনয়ন বাতিল করা হয়।

    এছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী ইউনুস আলী দাখিলকৃত মনোনয়নে নিজেকে বিএনপির প্রার্থী দাবি করলেও দলীয় প্রধান কর্তৃক কোনো প্রত্যয়নপত্র দাখিল না করায় তার মনোনয়ন বাতিল করা হয়। তার মনোনয়নপত্রেও সমর্থক ভোটার তালিকায় স্বাক্ষর ও তথ্যগত ত্রুটি রয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলেও জানান তিনি।

    সাঁথিয়া ও বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৯৩১ জন। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান, জামায়াতে ইসলামীর ব্যারিস্টার নাজিবুর রহমান (মোমেন) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল গণি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

    এছাড়া যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদুল হক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন। দাখিলকৃত মনোনয়নপত্রে কোনো ত্রুটি না থাকায় তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…