এইমাত্র
  • ওসির বিরুদ্ধে শোকের দিনে খাসি দিয়ে ভূরিভোজের অভিযোগ
  • সবুজ পাতায় স্বপ্নের ফসল, রায়পুরে পান চাষে সাফল্যের জোয়ার
  • দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, নেমেছে ৮ ডিগ্রিতে
  • রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?
  • সবজি-মুরগির দামে স্বস্তি, চড়া মাছের বাজার
  • সম্পদের হিসেবে জোনায়েদ সাকির চেয়ে এগিয়ে তার স্ত্রী
  • বাকৃবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়‌দের হামলা, আহত ৫
  • পঞ্চগড়ে কোটি টাকার বীজ আলু পচে নষ্ট, দায় কার?
  • বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন তারেক রহমান
  • নতুন বছরে ভারতগামী যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ফি
  • আজ শুক্রবার, ১৯ পৌষ, ১৪৩২ | ২ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম
    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম

    কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুবুল আলমের মনোনয়নপত্র স্থগিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

    একই সঙ্গে কাঙ্ক্ষিত সমর্থক ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন।

    জানা গেছে, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলমের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেছেন বলে দাবি করলেও, সে বিষয়ে কোনো দালিলিক প্রমাণ জমা দিতে পারেননি। শুক্রবার যাচাই-বাছাই শেষে দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় তার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়।

    অন্যদিকে একই আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের মনোনয়নপত্রেও ত্রুটি পাওয়া যায়। মনোনয়নপত্রে একাধিক তথ্য গোপন রাখার পাশাপাশি সমর্থক ভোটার তালিকায় স্বাক্ষর জালিয়াতির প্রমাণ পাওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।

    জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক বলেন, “দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের উপযুক্ত প্রমাণ জমা দেওয়ার জন্য তাকে শুক্রবার বিকেল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের মনোনয়নপত্র যাচাইয়ে ১০ জন সমর্থক ভোটারের মধ্যে তিনজনের স্বাক্ষর জাল প্রমাণিত হওয়ায় তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।”

    উল্লেখ্য, ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে তাসভীর-উল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে অধ্যাপক ডা. মো. আক্কাছ আলী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ব্যারিস্টার মাহবুব আলম সালেহী, জাতীয় পার্টি থেকে আব্দুস সোবহান, গণঅধিকার পরিষদ থেকে অ্যাডভোকেট এস. এম. নুরে এরশাদ সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ইঞ্জিনিয়ার মামুন অর রশিদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল খালেক মনোনয়নপত্র দাখিল করেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…