তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিহত নেতার পরিবারের খোঁজখবরও নিয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) জুম্মার নামাজ পরবর্তী সময়ে নিহত জামাল উদ্দিনের বড় সন্তানের সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি জানান, ফোনালাপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম জামাল উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
নাছির উদ্দিন নাছির আরও জানান, ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে আসার পথে সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন আহত হওয়ার খবর তিনি চেয়ারম্যানকে জানিয়েছিলেন। চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন এবং সে অনুযায়ী ব্যবস্থা করা হয়। আজ জামাল উদ্দিন মারা যাওয়ার খবর জানানো হলে চেয়ারম্যান শোকাহত পরিবারের খোঁজখবর নেন এবং আগামীতে সরেজমিনে পরিবারের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দেন।
নিহত জামাল উদ্দিনের বড় ছেলের সঙ্গে আলাপকালে তারেক রহমান বলেন, “আমি তোমাদের কষ্টটা বুঝতে পারি, কারণ একই কষ্টের মধ্যে আমিও আছি। আমাদের দায়িত্ব এখন তাদের জন্য দোয়া করা। আমরা সবাই তাদের জন্য দোয়া করব। পরিবারের সকলের প্রতি খেয়াল রাখবে। ঝড়-বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝা যাই আসুক, তিন ভাই একসাথে থাকবে। নিশ্চয়ই তোমার আব্বা এটাই দেখতে চেয়েছেন। আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুন।”
জামাল উদ্দিন নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন এবং তিনি ওই ওয়ার্ডের আরশাদ মিয়ারের ছেলে। জীবদ্দশায় তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত পৌনে ২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার এলাকায় নীলাচল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনে উঠে যায়। এতে জামাল উদ্দিনসহ অন্তত ৩২ জন নেতাকর্মি আহত হয়।
এনআই