ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম মনোনয়নপত্রের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ ও মো. রেয়াজুল ইসলাম নামে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এদিকে একই আসনে বিএনপির প্রার্থী জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আহমেদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সোবাহান, জাতীয় পার্টির মো. মহিদুল ইসলাম, কল্যাণ পার্টির সুবল চন্দ্র মজুমদার, জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মোহাম্মদ দিদার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিল্টন বৈদ্য ও শহিদুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, এনবিআর কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনআই