দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সেই সঙ্গে ২০২৪ সালে সামরিক আইন জারির প্রচেষ্টার সঙ্গে যুক্ত মামলার মুখোমুখি হওয়া পর্যন্ত তার আটকের মেয়াদ বাড়ানো হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দেশটির একটি আদালতে এই আদেশ দেওয়া হয়।
গত নভেম্বরে শত্রুকে সহায়তা করার একাধিক অভিযোগে ইউনের বিরুদ্ধে অভিযোগ আনেন সরকারি আইনজীবীরা। তাদের অভিযোগ, ইউন সামরিক শাসন ঘোষণার জন্য উত্তর কোরিয়ার ওপর দিয়ে ড্রোন উড়ানের নির্দেশ দিয়েছিলেন।
ওই মামলার গ্রেপ্তারি পরোয়ানার মেয়াদ ১৮ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবারের আদেশে তা সর্বোচ্চ ছয় মাস বাড়ানো হয়েছে।
সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, 'তিনি প্রমাণ নষ্ট করতে পারেন- এই আশঙ্কায় পরোয়ানা জারি করা হয়।'
বেশ কয়েকটি ফৌজদারি বিচার চলাকালীন ইউন কয়েক মাস ধরে হেফাজতে রয়েছেন।
তিনি ২০২৪ সালের ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বেসামরিক শাসন সাময়িকভাবে স্থগিত করেন। এর ফলে ব্যাপক প্রতিবাদ- এমনকি সংসদেও বিক্ষোভ দেখা যায়। এপ্রিল মাসে তাকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে অপসারণ করা হয়।
এনআই