বরিশালের মেঘনা নদী ও সংলগ্ন খাল থেকে নিষিদ্ধ ঘোষিত জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার রোধে বিশেষ কম্বিং অভিযানের আওতায় শুক্রবার (২ জানুয়ারি) এই অভিযান চালানো হয়।
হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল দিয়ে শিকার বন্ধ করতে বিশেষ কম্বিং অপারেশন চলছে।
এর অংশ হিসেবে মেঘনা নদী ও পট্টি খালে অভিযান চালিয়ে একটি বেহুন্দি জালসহ ট্রলার ও এক লাখ ২০ হাজার মিটার দৈর্ঘ্যের একটি কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং ট্রলার জব্দ করা হয়। অভিযানে হিজলা নৌ-পুলিশ সহায়তা করেছে।
এনআই