ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে যশোর-৩ ও যশোর-৪ আসনে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
জানা গেছে, যশোর-৩ (সদর) আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ের সময় ব্যাংক ঋণ খেলাপির জামিনদার হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ শোয়াইব হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের, জাতীয় পার্টির প্রার্থী খবির গাজী, সিপিবির প্রার্থী রাশেদ খান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রার্থী নিজামউদ্দিন অমিতের।
অন্যদিকে যশোর-৪ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ১০ জন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন—ঋণ খেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী টিএস আইয়ুব, দলীয় মনোনয়নপত্র না থাকায় জেলা বিএনপির সভাপতি সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু, অসম্পূর্ণ মনোনয়নপত্র দাখিল করায় স্বতন্ত্র প্রার্থী ও টিএস আইয়ুবের ছেলে ফারহান সাজিদ এবং ভোটার নম্বর ভুল থাকায় জাতীয় পার্টির প্রার্থী জহুরুল হক।
এ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন—বিএনপির দলীয় প্রার্থী মতিয়ার রহমান ফারাজী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল, খেলাফত মজলিসের প্রার্থী আশেক এলাহী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বায়েজিদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রসুল এবং স্বতন্ত্র প্রার্থী এম. নাজিম উদ্দিন আল আজাদ।
এনআই