ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানোভকে তার দপ্তরের নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। দুর্নীতি কেলেঙ্কারির জেরে গত নভেম্বরে তার আগের শীর্ষ সহকারী পদত্যাগ করার পর শুক্রবার (২ জানুয়েরি) এই সিদ্ধান্ত এলো।
জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় বলেন, 'আমি কিরিলো বুদানোভের সঙ্গে একটি বৈঠক করেছি এবং তাকে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের প্রধানের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছি।'
গত বুধবার জেলেনস্কি ঘোষণা করেছিলেন, সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত একটি চুক্তি '৯০ শতাংশ' প্রস্তুত।
জেলেনস্কি বলেন, 'এই সময়ে ইউক্রেনের প্রয়োজন নিরাপত্তা ইস্যুতে আরও বেশি মনোযোগ, ইউক্রেনের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর উন্নয়ন, পাশাপাশি কূটনৈতিক আলোচনার ধারায় অগ্রগতি।'
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে প্রাণঘাতী চার বছরের যুদ্ধ ইতোমধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল বিধ্বস্ত হয়ে পড়েছে।
এনআই