২০২৫ সালে সৌদি আরবে ৭ লাখ ৫০ হাজারেরও বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। এই সংখ্যা চলতি বছর কোনো একক দেশে সর্বোচ্চ বিদেশি কর্মী পাঠানোর রেকর্ড।
আরব নিউজ জানিয়েছে, প্রায় ৩৫ লাখ বাংলাদেশি সৌদি আরবে বাস করেন এবং কাজ করেন। প্রতি বছর ৫ বিলিয়ন ডলারেরও বেশি দেশে পাঠান।
প্রতিবেদনে বলা হয়, গত বছর বাংলাদেশি কর্মীদের জন্য শীর্ষ গন্তব্য হিসেবে সৌদি আরব নিজের স্থান ধরে রেখেছে। ২০২৫ সালে বিদেশে যাওয়া ১১ লাখেরও বেশি কর্মীর দুই-তৃতীয়াংশের বেশি সৌদি আরবকে বেছে নিয়েছেন।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন আরব নিউজকে বলেন, 'গত বছর ৭ লাখ ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি সৌদি আরবে গেছেন। এখন পর্যন্ত এক বছরে সৌদি আরব বা অন্য কোনো দেশে লোক পাঠানোর ক্ষেত্রে এটি বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যা।'
সর্বশেষ তথ্যে দেখা গেছে, ২০২৪ সালের তুলনায় এই সংখ্যা ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ওই বছর প্রায় ৬ লাখ ২৮ হাজার জন কাজের জন্য সৌদি আরব গিয়েছিল।
গত অক্টোবরে সৌদি আরব এবং বাংলাদেশ একটি নতুন কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর করেছে। এটি শ্রমিক সুরক্ষা, মজুরি প্রদান, পাশাপাশি কল্যাণ ও স্বাস্থ্যসেবা বৃদ্ধি করবে বলে আশা করে হচ্ছে। ২০২৬ সালে দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য ৩ লাখ পর্যন্ত নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে।
এনআই