গোলাপগঞ্জ মডেল থানায় বৈষম্য বিরোধী হত্যা মামলার এজাহারনামীয় আসামি যুবলীগ নেতা মোঃ মখলিছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মোঃ মখলিছুর রহমান (৩৯) গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কাটা খালের পাড় এলাকার রফিক উদ্দিনের ছেলে।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গোলাপগঞ্জ থানাধীন ভাদেশ্বর মোকাম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই সাঈদ আহমদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।”
এনআই