টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের অমরপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এতে বড় কোন ধরণের হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যান টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি উদ্ধারকাজের খোঁজখবর নেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে ভাঙ্গা ব্রিজের সংস্কারের বিষয়ে টুকু জানান, তিনি ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। দ্রুততম সময়ের মধ্যে ব্রিজটি মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন।
তীব্র শীতের সময়ে চরবাসীর যাতায়াতের দুর্ভোগের কথা উল্লেখ করে টুকু বলেন, ‘শীতের এই মৌসুমে চরাঞ্চলের মানুষের যাতায়াতের সমস্যা অল্প সময়ের মধ্যেই স্থায়ী সমাধান করা হবে ইনশাহআল্লাহ।’
বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘জনগণের যেকোনো দুর্ভোগে এবং অসুবিধায় বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের নেতা, আগামীর দেশনায়ক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন—সবসময় জনগণের সঙ্গে থাকতে এবং জনগণকে সাথে নিয়ে পথ চলতে।’
পরিদর্শনকালে সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, হুগরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মোল্লা, বাঘিল ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেন ও কাকুয়া ইউনিয়ন যুবদল সভাপতি স্বপন মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বেলা সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
ইখা