এইমাত্র
  • 'বাংলাদেশকে অবমাননা মেনে নিব না, গোলামীর দিন শেষ’
  • ভারতীয় ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা
  • মাদুরোর ছবি প্রকাশ ট্রাম্পের, বেঁধে রাখা হয়েছে চোখ
  • মাঝরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয় মাদুরো ও তার স্ত্রীকে
  • যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার ওপর আক্রমণকে নিন্দা জানিয়েছে ইরান
  • গ্রেপ্তারের ঘটনায় কঠোর কর্মসূচি ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  • যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আছেন মাদুরো, নেওয়া হচ্ছে নিউইয়র্ক
  • যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা
  • মাদুরোকে নিউইয়র্কে নেওয়ার প্রস্তুতি চলছে
  • যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে
  • আজ রবিবার, ২০ পৌষ, ১৪৩২ | ৪ জানুয়ারি, ২০২৬
    খেলা

    আইপিএল খেলা হচ্ছে না মুস্তাফিজের, নিশ্চিত করল কেকেআর

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম

    আইপিএল খেলা হচ্ছে না মুস্তাফিজের, নিশ্চিত করল কেকেআর

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম

    আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ডুবাইয়ে অনুষ্ঠিত নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়েয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে নানা জল্পনা-কল্পনা শেষে অবশেষে আইপিএলের এই আসর খেলা হবে না এই বাংলাদেশির। বিষয়টি নিশ্চিত করেছে খোদ কলকাতা নাইট রাইডার্স।

    ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের নির্দেশনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আইপিএল কর্তৃপক্ষের পরামর্শ ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে মুস্তাফিজকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়ম অনুযায়ী কলকাতাকে একজন বিকল্প খেলোয়াড় নেওয়ার সুযোগ দেওয়া হবে।

    সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা শীতলতা লক্ষ্য করা যাচ্ছে। এর প্রভাব ক্রিকেট অঙ্গনেও পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    গত কয়েক মৌসুমে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের সুযোগ কমে যাওয়ার বিষয়টি নিয়ে আগেও আলোচনা হয়েছে। যদিও আগের আসরে নিলামে দল না পেলেও শেষ দিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে ভালো পারফরম্যান্স করেছিলেন মুস্তাফিজ।

    নিলামের পর ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, নিরাপত্তা ও অন্যান্য বিবেচনায় মুস্তাফিজকে এবারের আইপিএলে খেলার অনুমতি দেওয়া হচ্ছে না।

    এনিয়ে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোস্তাফিজের বদলে অন্য কাউকে নিতে চাইলে সেটি অনুমোদন করবে বোর্ড।

    তিনি আরও জানান, ‘যদি কেকেআর কোনো বিকল্প খেলোয়াড় চায়, সে ক্ষেত্রে বিসিসিআই বদলির অনুমতি দেবে।’

    পরে কলকাতার বিবৃতিতে সেই তথ্যেরই আনুষ্ঠানিক স্বীকৃতি মিলেছে।

    এদিকে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। একজন আন্তর্জাতিক ক্রিকেটারের অংশগ্রহণ নিয়ে যদি এমন সিদ্ধান্ত নিতে হয়, তবে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে বিষয়টি কীভাবে প্রভাব ফেলবে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…