কৃষি গুচ্ছভুক্ত ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হয়।
এবারের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সহজ না কঠিন এ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে জানতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রের বিভিন্ন স্থানে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলা হয়।
ভর্তিচ্ছু পরীক্ষার্থী আরিনা আক্তার মীম বলেন, ‘কৃষি গুচ্ছের পরীক্ষায় অংশ নিতে পেরে খুব ভালো লেগেছে। এবারের প্রশ্ন মানসম্মত ছিল। তবে জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের প্রশ্ন আমার কাছে কিছুটা কঠিন লেগেছে। বাকি বিষয়গুলোর প্রশ্ন তুলনামূলকভাবে সহজ ছিল।’
আরেক পরীক্ষার্থী তাহাসিন বলেন, ‘পদার্থবিজ্ঞান ও গণিত থেকে পুরো সিলেবাসের আলোকে প্রশ্ন হওয়ায় বিষয় দুটি কিছুটা কঠিন মনে হয়েছে। তবে যেহেতু আমার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি ছিল, তাই জীববিজ্ঞান ও রসায়ন আমার কাছে সহজ লেগেছে।’
অথৈ নামের এক পরীক্ষার্থী বলেন, ‘প্রশ্নপত্র খুব বেশি কঠিন বা খুব বেশি সহজ কোনোটিই ছিল না। পদার্থবিজ্ঞান ও গণিত কিছুটা কঠিন মনে হয়েছে। জীববিজ্ঞানের প্রশ্নগুলো পুরো সিলেবাস থেকে আসায় মোটামুটি কঠিন ছিল।’
দীপ্ত বলেন, ‘মেডিকেল প্রস্তুতি থাকার কারণে জীববিজ্ঞান ও রসায়ন আমার কাছে সহজ লেগেছে। তবে গণিতের প্রশ্নগুলো বেশ কঠিন ছিল।’
আদনান বলেন, ‘জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের প্রশ্ন বিস্তৃত সিলেবাস থেকে হওয়ায় কিছুটা কঠিন মনে হয়েছে। তবে রসায়নের প্রশ্ন তুলনামূলকভাবে সহজ ছিল।’
এদিকে, এক পরীক্ষার্থীর অভিভাবক হারুন অর রশিদ বলেন, ‘বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ হওয়ায় আমি আমার সন্তানকে কৃষি বিষয়ে পড়াশোনা করাতে আগ্রহী। এ ছাড়া বাকৃবিতে প্রতি বছর অনেক বিদেশি শিক্ষার্থী পড়তে আসে। যেহেতু আমার সন্তানকে বিদেশে পড়াতে পারিনি, তাই এখানেই পড়াতে চাই। সে একজন দক্ষ কৃষিবিদ হয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হবে এটাই আমার প্রত্যাশা।’
উল্লেখ্য, এ বছর কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় আবেদন করেন । সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা ছিল প্রায় ২৪ জন ভর্তিচ্ছুর। বাকৃবি কেন্দ্র ছাড়াও দেশের ৮টি বিশ্ববিদ্যালয়সহ মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ইখা