এইমাত্র
  • খানসামায় গ্যাসের কৃত্রিম সংকট, ভুক্তভোগী সাধারণ মানুষ
  • আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়নি: তথ্য উপদেষ্টা
  • তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার, ফার্মগেটে যান চলাচল স্বাভাবিক
  • বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবির সিদ্ধান্ত
  • কিশোরগঞ্জে জাপার চুন্নুসহ ২৪ জনের মনোনয়ন বাতিল
  • ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ চালকের বিনাশ্রম কারাদণ্ড
  • গজারিয়ায় দেড় কোটি টাকার অবৈধ জাল জব্দ
  • কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী–পুলিশ সংঘর্ষ
  • বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি বাংলাদেশের, বিসিসিআই বলছে ‘অসম্ভব’
  • বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: রুমিন ফারহানা
  • আজ রবিবার, ২১ পৌষ, ১৪৩২ | ৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পঞ্চগড়ে সারজিসের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭ জনের

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম

    পঞ্চগড়ে সারজিসের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭ জনের

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম
    ছবি: সংগৃহীত

    ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে দাখিল করা ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ত্রুটি থাকায় ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সময় ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

    শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান এ তথ্য জানান।

    জানা গেছে, মনোনয়পত্র দাখিলের মধ্যে পঞ্চগড়-১ আসনে ৮ জনের মধ্যে ৭ জন বৈধ হয়েছেন। তারা হলেন- বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও বিএনপির পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের হয়ে শাপলা কলির পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম, বাংলাদেশ লেবার পার্টির পঞ্চগড়-১ আসনের প্রার্থী ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের পঞ্চগড়-১ আসনের প্রার্থী সিরাজুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির পঞ্চগড়-১ আসনের প্রার্থী আব্দুল ওয়াদুদ বাদশা, গণঅধিকার পরিষদের পঞ্চগড়-১ আসনের প্রার্থী মাহাফুজার রহমান, বাংলাদেম জাসদের নাজমুল হক প্রধান। এদিকে এ আসনে ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল হয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রার্থী আল রাশেদ প্রধানের।

    পঞ্চগড়-২ আসনে ১১ জনের মধ্যে ৫ জনের মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- বিএনপির পল্লী উন্নয়ন বিষয় সম্পাদক ও বিএনপির পঞ্চগড়-২ আসনের ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর পঞ্চগড়-২ আসনের দাড়ি পাল্লার প্রার্থী সফিউল আলম, ইসলামী আন্দোলনের পঞ্চগড়-২ আসনের হাত পাথার প্রার্থী কামরুল হাসান প্রধান, বাংলাদেশ জাসদের এমরান আল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির পঞ্চগড়-২ আসনের প্রার্থী দেলোয়ার হোসেন। 

    এদিকে এ আসনে ত্রুটি থাকায় মনোনয় বাতিল হয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রার্থী আল রাশেদ প্রধানের, স্বতন্ত্র প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন সুমন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রার্থী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আশরাফুল আলম। 

    রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, পঞ্চগড়ের দুইটি আসনে ১৯ জনের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। বাকি ৭ জনের মনোনয়নপত্র ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে। এর পর থেকে তারা তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারবে। এদিকে সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচন উপহার দিতে সকল আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…