এইমাত্র
  • খানসামায় গ্যাসের কৃত্রিম সংকট, ভুক্তভোগী সাধারণ মানুষ
  • আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়নি: তথ্য উপদেষ্টা
  • তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার, ফার্মগেটে যান চলাচল স্বাভাবিক
  • বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবির সিদ্ধান্ত
  • কিশোরগঞ্জে জাপার চুন্নুসহ ২৪ জনের মনোনয়ন বাতিল
  • ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ চালকের বিনাশ্রম কারাদণ্ড
  • গজারিয়ায় দেড় কোটি টাকার অবৈধ জাল জব্দ
  • কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী–পুলিশ সংঘর্ষ
  • বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি বাংলাদেশের, বিসিসিআই বলছে ‘অসম্ভব’
  • বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: রুমিন ফারহানা
  • আজ রবিবার, ২১ পৌষ, ১৪৩২ | ৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল কর্মীরা

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম
    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম

    ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল কর্মীরা

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম

    কিশোরগঞ্জের ভৈরবে পুলিশকে মারধোর করে তাদের হাত থেকে সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগকে ছিনিয়ে নিলে তার অনুসারীরা। এ ঘটনায় কাউন্সিলর সোহাগসহ ১০ জনের নাম উল্লেখ করে ২৫ জনের নামে মামলা দায়ের করেছেন থানা পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) রাতে ভৈরব থানার এসআই শাহাদাত হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে ভৈরব থানার এসআই শাহাদাত হোসেন কিলো-৯ ডিউটি পালন করার সময় গোপন সংবাদে জানতে পারে গাছতলাঘাট মাছ বাজার সংলগ্ন সোহাগ কাউন্সিলরসহ তাঁর অনুসারীরা অবস্থান করছে। সোহাগ কাউন্সিলর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি হওয়ায় এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।

    অভিযানে সোহাগ কাউন্সিলরকে গ্রেপ্তার করলে তার অনুসারীরা পুলিশের উপর হামলা চালিয়ে কাউন্সিলরকে ছিনিয়ে নেয়। এ সময় সোহাগ কাউন্সিলর এর অনুসারীদের হামলায় এসআই শাহাদাত হোসেন, আসিবুল হক ভূইয়া, এসআই জহুরুল ইসলাম আহত হয়। এ ঘটনায় ভৈরব থানা পুলিশ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১৫ জনসহ ২৫ জনের মামলা করে। মামলায় আসামিরা হলেন, গাছতলাঘাট এলাকার কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ (৪৭), তার সহধর্মিনী শামীমা আক্তার (৩৫), মো. উজ্জ্বল মিয়া (২৭), উজ্জ্বল মিয়া (২২), ফরহাদ মিয়া (২৭), নাদিম মিয়া (২৩), রাকিব ওরফে চাতমী রাকিব (২৪), জনি মিয়া (২৩), কায়েফ (২০) ও  সুমন মিয়া (৪৫)।

    এ বিষয়ে ভৈরব থানার এসআই শাহাদাত হোসেন বলেন, সোহাগ কাউন্সিলর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুটি মামলার আসামি। সে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এমন কোন অপকর্ম নেই যে সে করেনি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সোহাগ কাউন্সিলরকে ধরতে গিয়ে আমিসহ আরো ২ জন এসআই আহত হয়। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি।

    এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান আকন্দ জানান, ভৈরবে ডেভিল হান্ট অপারেশন ফেইজ-২ পরিচালনা করা হচ্ছে। চিহ্নিত আওয়ামী লীগের  একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোহাগ কাউন্সিলর আওয়ামী লীগের একজন স্বক্রীয় নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন হামলার ঘটনার সাথে জড়িত রয়েছে বলে আমাদের কাছে একাধিক তথ্য রয়েছে। সোহাগ কাউন্সিলরকে ধরতে গেলে তার সাঙ্গপাঙ্গরা পুলিশের কাজে বাধা দিয়ে পুলিশের উপর হামলা চালায়। ভৈরব থানার ৩ জন এসআই আহত হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে আসামিদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…