মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ ছিল ভারত ক্রিকেট বোর্ডের। কলকাতা নাইট রাইডার্স সে নির্দেশনাই পালন করেছে। টাইগার পেসারকে স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে তারা।
বিসিসিআই মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কারণ স্পষ্ট করেনি। তবে তা যে রাজনৈতিক, তা স্পষ্ট। বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেওয়ায় শুরুর দিকে কলকাতা নাইট রাইডার্সের সমালোচনা করে ভারতীয়দের একটি অংশ। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে অভিযোগ তুলে তাকে না খেলানোর দাবি ছিল ওই পক্ষের।
ভারতের মধ্য প্রদেশের শহর উজ্জয়নের ধর্মীয় নেতারা ফিজকে খেলালে বাধা তৈরি করার ও মাঠ ভাঙচুরের হুশিয়ারি দিয়েছিল। রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ সাংবাদিকদের বলেন, তাদের লোকেরা ‘ব্যবস্থা’ নেবে। এসবের পর আজ কাটার মাস্টারকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। কলকাতাও এক ঘোষণায় বোর্ডের নির্দেশমতো ফিজকে ছেড়ে দিয়েছে।
কলকাতা ছেড়ে দেওয়ার ঘোষণার আগেই বিসিসিআইয়ের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল। কেউ চ্যালেঞ্জ জানাতে পারবে না জেনেই বোর্ডের এমন সিদ্ধান্ত বলে মনে করেন তিনি। এই সিদ্ধান্তে বেশ শঙ্কাই প্রকাশ করেছেন দেশের হয়ে ৩৯টি টেস্ট ও ৬৭টি ওয়ানডে খেলা এই ৭৪ বছর বয়সি। খেলায় রাজনীতি কেন ঢুকছে, ক্রিকেট কোন পথে যাচ্ছে, বুঝতে পারছেন না বলে মন্তব্য তার।
ইন্ডিয়া টুডে’কে মদন লাল বলেন, ‘...আমার মনে হয় বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে তাদের কেউ চ্যালেঞ্জ জানাতে পারবে না বলে। শাহরুখ খানও নয়, কারণ তারা বোর্ডের অধীনে। সে কারণেই বিসিসিআই সিদ্ধান্তটা নিয়েছে। আমি বুঝতে পারছি না খেলায় কেন রাজনীতি ঢুকছে, ক্রিকেট/খেলা কোন পথে যাচ্ছে! বাংলাদেশে যা ঘটছে তা অবশ্য দুঃখজনক।’
আরডি