এইমাত্র
  • শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়
  • ৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে
  • রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
  • সিআইএর ‘ডাবল এজেন্ট’ অলড্রিখ এইমসের মৃত্যু
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ ব্লাকআউট থেকে ফিরেছে বার্লিন
  • নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলছে অস্ট্রেলিয়া
  • ট্রাম্প-নেতানিয়াহুকে ইরানের সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি
  • পিএসএলে নিবন্ধন করলেন মুস্তাফিজসহ ১০ বাংলাদেশি
  • হলফনামা ও রিটার্নের তথ্যে গরমিলকে ‘টাইপিং মিসটেক’ বললেন সারজিস
  • যুক্তরাষ্ট্রের তাড়া করা ট্যাংকারের সুরক্ষায় সাবমেরিন পাঠালো রাশিয়া
  • আজ বৃহস্পতিবার, ২৪ পৌষ, ১৪৩২ | ৮ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    মুস্তাফিজ ইস্যুতে সরকার নিউটনের সূত্রের মতো প্রতিক্রিয়া দেখিয়েছে: অর্থ উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম

    মুস্তাফিজ ইস্যুতে সরকার নিউটনের সূত্রের মতো প্রতিক্রিয়া দেখিয়েছে: অর্থ উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম

    ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানের সাথে কলকাতা নাইট রাইডার্সের চুক্তি বাতিলের পর পাল্টা পদক্ষেপ নিয়েছে বংলাদেশও। দেশে আইপিএলের সকল খেলা সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। 

    পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) জানিয়ে দিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না তারা। এমন পদক্ষেপকে নিউটনের সূত্রের মতো করে দেখেছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

    অর্থ উপদেষ্টা বলেন, ‘এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে তার একটা রিঅ্যাকশন হবে। নিউটনের ল, অ্যাকশন-রিঅ্যাকশন। এইটাই বললাম।’ 

    বলে রাখা ভালো, নিউটনের তৃতীয় সূত্র হলো, ‘প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।’

    মঙ্গলবার (৬ জানুয়ারি) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফ করে এসব কথা বলেন ড. সালেহউদ্দিন আহমেদ। 

    অর্থ উপদেষ্টা বলেন, ‘আইপিএল সম্প্রচার বন্ধ অর্থনীতি কিংবা সরকারি ক্রয়কে প্রভাবিত করবে না বলে মনে করি। এ সমস্যার শুরু বাংলাদেশ করেনি। এমন না, দয়া-দাক্ষিণ্য করে মুস্তাফিজকে নেয়া হয়েছে। সে একজন ভালো প্লেয়ার, বিখ্যাত প্লেয়ার। যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক, এটা দু'দেশের কারো জন্যই ভালো হয়নি। বাংলাদেশের প্রতিক্রিয়া যথাযথ। হিটলারের সময়ও অলিম্পিক হয়েছে।  রাজনৈতিক কিংবা অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক এটি আমরা চাই না।’

    বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা যথাযথ বলে মনে করেন ড. সালেহউদ্দিন। তিনি বলেন, ‘আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়টি ক্রিয়া-প্রতিক্রিয়া হিসাবে দেখতে হবে। ভারতকেও এ সিদ্ধান্ত ভাবাচ্ছে। আশা করি, ভারতের শুভবুদ্ধির উদয় হবে এবং খেলা, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আমরা চালিয়ে যেতে পারবো।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…