এইমাত্র
  • আকুর দায় পরিশোধের পরও রিজার্ভ ৩২ বিলিয়নের ওপরে
  • খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে রাস্তার নামকরণ
  • কৃষ্ণ সাগরে রাশিয়াগামী তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা
  • যুদ্ধের জন্য ইউক্রেনকে ঋণ দিচ্ছে, আবার রাশিয়ার খরচও জোগাচ্ছে ইইউ
  • তীব্র উত্তেজনার মাঝেই ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা পালিয়েছেন
  • অবশেষে বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে
  • সময়ের কণ্ঠস্বরের পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন আর নেই
  • 'জুলাই বার্তাবীর' সম্মাননা পেলেন সময়ের কণ্ঠস্বরের সাবেক প্রতিবেদক জুনাইদ আল হাবিব
  • টানা হারে নোয়াখালীর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ সৌম্যের
  • পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা গেল
  • আজ শুক্রবার, ২৫ পৌষ, ১৪৩২ | ৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হলফনামা বিশ্লেষণ

    কুড়িগ্রামের চার সংসদীয় আসনে কার কত সম্পদ

    এস এম ফয়সাল শামীম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১০:২২ পিএম
    এস এম ফয়সাল শামীম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১০:২২ পিএম

    কুড়িগ্রামের চার সংসদীয় আসনে কার কত সম্পদ

    এস এম ফয়সাল শামীম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১০:২২ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন। এসব হলফনামায় উঠে এসেছে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের প্রার্থীদের আয়, সম্পদ ও শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য।

    কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী)

    এই আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা তার হলফনামায় উল্লেখ করেছেন, তার বার্ষিক আয় ৫ লাখ ৯ হাজার ৩৩৮ টাকা। মোট সম্পদের পরিমাণ ২০ কোটি টাকা। তার স্ত্রীর বার্ষিক আয় ৮ লাখ ৭৫ হাজার ৬৯৫ টাকা। শিক্ষাগত যোগ্যতা বিএ পাস।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম তার আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখিয়েছেন ৫ লাখ ৫৬ হাজার ৫৮৪ টাকা। তার মোট সম্পদের পরিমাণ ৬২ লাখ ১৭ হাজার ৯১৩ টাকা। তিনি স্ত্রীর সম্পদের হিসাব উল্লেখ করেননি। শিক্ষাগত যোগ্যতা এমএসএস (অর্থনীতি)।

    জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ৬ লাখ ২৫ হাজার টাকা। তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৯২ লাখ ৩১ হাজার ৩৭৩ টাকা। তার স্ত্রীর নামে সম্পদের পরিমাণ ৫১ লাখ ২৫ হাজার ৭০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি।

    বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মো. হারিসুল বারী তার বার্ষিক আয় দেখিয়েছেন ৮৩ লাখ ৭৯ হাজার ৮২১ টাকা। মোট সম্পদের পরিমাণ ৬ কোটি টাকা। তার স্ত্রীর করমুক্ত বার্ষিক আয় ৪ লাখ ৩৪ হাজার ৫৪১ টাকা এবং স্ত্রীর নামে সম্পদের পরিমাণ ৩ কোটি ২৩ লাখ ১ হাজার ৫৯৭ টাকা। তিনি স্নাতক ডিগ্রিধারী।

    কুড়িগ্রাম-২ (রাজারহাট, ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর)

    এই আসনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ তার হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ১৫ লাখ ৬ হাজার ৭৮৫ টাকা। তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৩৫ লাখ টাকা। তার স্ত্রীর নামে সম্পদের পরিমাণ ৩ কোটি টাকা। শিক্ষাগত যোগ্যতা এমএ।

    জামায়াতের মনোনীত প্রার্থী মো. ইয়াছিন আলী বার্ষিক আয় দেখিয়েছেন ৬ লাখ ৭৫ হাজার টাকা। তার মোট সম্পদের অর্জনকালীন মূল্য ৬ কোটি ৫০ লাখ টাকা। শিক্ষাগত যোগ্যতা এলএলবি।

    বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আতিকুর রহমান মুজাহিদ তার বার্ষিক আয় দেখিয়েছেন ৪ লাখ ৪৫ হাজার টাকা। মোট সম্পদের পরিমাণ ২৯ লাখ ৬০ হাজার টাকা। তিনি স্ত্রীর সম্পদের হিসাব উল্লেখ করেননি। শিক্ষাগত যোগ্যতা পিএইচডি।

    কুড়িগ্রাম-৩ (উলিপুর)

    এই আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপির মনোনীত প্রার্থী তাসভীর-উল ইসলাম তার হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ১ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৫৭৩ টাকা। তার মোট সম্পদের পরিমাণ ৫০ কোটি টাকা। তার স্ত্রী ১০ কোটি টাকার সম্পদের মালিক। শিক্ষাগত যোগ্যতা বিএসসি।

    জামায়াতের মনোনীত প্রার্থী মো. মাহবুবুল আলম সালেহী পেশায় আইনজীবী। তার বার্ষিক আয় ২২ লাখ ৩ হাজার ২৫৬ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৪৮ লাখ ৪৩ হাজার ২৫৬ টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর।

    কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী)

    এই আসনে আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী মো. আজিজুর রহমান তার হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ৪ লাখ ৮০ হাজার টাকা। মোট সম্পদের পরিমাণ ১০ কোটি টাকা। তিনি স্ত্রীর সম্পদের হিসাব উল্লেখ করেননি। শিক্ষাগত যোগ্যতা বিএসসি।

    এ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান তার বার্ষিক আয় দেখিয়েছেন ৪ লাখ ২ হাজার ৪০০ টাকা। মোট সম্পদের পরিমাণ ৪৮ লাখ টাকা। তিনি স্ত্রীর সম্পদের তথ্য দেননি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…