জার্মানির একটি বিদ্যুৎকেন্দ্রে বামপন্থী কর্মীদের সন্দেহভাজন নাশকতায় অগ্নিসংযোগের পর জার্মানির রাজধানী বার্লিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যে বিদ্যুৎবিভ্রাট হয়েছিল, তা বুধবার শেষ পর্যন্ত পুনরুদ্ধার করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি রাজধানীতে সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্ল্যাকআউট ছিল, যা হাজারো পরিবারের জন্য দুর্ভোগ ডেকে আনে।
বার্লিনের মেয়র কাই ভেগনার বলেন, ‘আজ একটি ভালো দিন, বিশেষ করে তাদের জন্য, যারা ৩ জানুয়ারি থেকে বিদ্যুৎ ও তাপের বাইরে ছিলেন।’
তিনি জানান, স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হওয়া বিদ্যুৎ পুনরুদ্ধার অভিযানটি ছিল জটিল ও ধাপে ধাপে সম্পন্ন করা একটি প্রক্রিয়া।
একটি খাল-অতিক্রমী তারের জটলায় শনিবার ভোরে আগুন লেগে যায়, ফলে শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৪৫ হাজার পরিবার এবং দুই হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়—তখন তাপমাত্রা ছিল হিমাঙ্কের কাছাকাছি।
চরম-বামপন্থী ‘ভলকানো’ নামের কর্মী-গোষ্ঠী, যারা ২০২৪ সালে বার্লিন শহরতলিতে টেসলার কারখানার কাছে একটি বিদ্যুতের খুঁটিতে হামলার কথা বলেছিল, এবারও দায় স্বীকার করেছে।
বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়া বাসিন্দাদের সহায়তায় জার্মান সেনাবাহিনীকে ডাকা হয়। ব্ল্যাকআউটের প্রভাব পড়ে মোবাইল ফোন সংযোগ, গরম ও ট্রেন চলাচলেও।
এই দীর্ঘস্থায়ী বিপর্যয় রাজধানীর অবকাঠামো সুরক্ষায় আরো বিনিয়োগের দাবি তুলেছেন কিছু রাজনীতিক। বিশেষত, দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা যখন সতর্ক করছে, বামপন্থী উগ্রপন্থীদের কাছ থেকে বাড়তি ঝুঁকি তৈরি হচ্ছে।
এবি