গত ১৫ মাসে দেশে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সফলতা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ ‘৪ঋ মডেল’-এর রেপ্লিকা উদ্বোধন ও এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘বর্তমান সরকার নতুনভাবে কাজ করছে এবং নানা শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে কাজ করার সুযোগ তৈরি করেছে। সরকারের এই অন্তর্ভুক্তিমূলক চিন্তাধারাই একটি বড় অর্জন। বিভিন্ন মন্ত্রণালয়ের সামনে যেসব সমস্যা আসছে, সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘ভবিষ্যৎ সরকারের জন্য বেশ কিছু নীতিগত পরিবর্তন করে দেওয়া হচ্ছে, যাতে আগামীতে যে সরকারই ক্ষমতায় আসুক, তারা এসব নীতি কাজে লাগাতে পারে এবং এগিয়ে নিতে পারে।’
দেশে গরুর মাংসের দাম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘গরুর মাংসের দাম কিছুটা বেশি হলেও এতে প্রান্তিক খামারিরা ন্যায্য মূল্য পাচ্ছেন, যা তাদের জন্য ইতিবাচক দিক।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) গাজী মো. ওয়ালি-উল-হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইখা