এইমাত্র
  • শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়
  • ৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে
  • রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
  • সিআইএর ‘ডাবল এজেন্ট’ অলড্রিখ এইমসের মৃত্যু
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ ব্লাকআউট থেকে ফিরেছে বার্লিন
  • নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলছে অস্ট্রেলিয়া
  • ট্রাম্প-নেতানিয়াহুকে ইরানের সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি
  • পিএসএলে নিবন্ধন করলেন মুস্তাফিজসহ ১০ বাংলাদেশি
  • হলফনামা ও রিটার্নের তথ্যে গরমিলকে ‘টাইপিং মিসটেক’ বললেন সারজিস
  • যুক্তরাষ্ট্রের তাড়া করা ট্যাংকারের সুরক্ষায় সাবমেরিন পাঠালো রাশিয়া
  • আজ বৃহস্পতিবার, ২৪ পৌষ, ১৪৩২ | ৮ জানুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ

    ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম
    ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম

    জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ

    ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ এবং হল সংসদে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে। কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ভোট গণনার কার্যক্রম শুরু হবে।

    মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে একটানা বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সারাদিনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

    নির্বাচন কমিশনের সদস্য ড. জুলফিকার মাহমুদ বলেন, 'কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ এবং হল সংসদে প্রায় ৭৫ শতাংশ ভোট পড়েছে। এখনও আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু হয়নি। সব কেন্দ্রের তথ্য সংগ্রহ করে আমরা এই হিসাব করেছি।'

    নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন হল ও বিভাগে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে ব্যাপক ভোট পড়েছে। সেখানে ১ হাজার ২০০ ভোটারের মধ্যে ৯৬৪ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন।

    ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং বিভাগের ৩১৭ নম্বর কক্ষে ৪৮৮ ভোটারের মধ্যে ৩৬৪ জন এবং ৩১৬ নম্বর কক্ষে ৪৭৫ ভোটারের মধ্যে ৩৭৭ জন ভোট প্রদান করেন। মার্কেটিং বিভাগে ৬০২ জনের মধ্যে ৪০৮ জন এবং ফিন্যান্স বিভাগে ৬১৬ ভোটারের মধ্যে ৩৯৪ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

    সামাজিক বিজ্ঞান অনুষদে সমাজবিজ্ঞান বিভাগে ৪৭৩ জনের মধ্যে ৩২৯ জন, সাংবাদিকতা বিভাগে ৪৬৯ জনের মধ্যে ৩৩৮ জন এবং লোকপ্রশাসন বিভাগে ৪৬৪ জনের মধ্যে ২৮৫ জন ভোট দেন। এ ছাড়া অর্থনীতি বিভাগে ৩২৭ জন এবং সমাজকর্ম বিভাগে ৩১৬ জন শিক্ষার্থী ভোট প্রদান করেন।

    কলা অনুষদে বাংলা বিভাগে ৪৭৯ ভোটারের মধ্যে ৩৬৪ জন এবং ইতিহাস বিভাগে ৪৮৫ ভোটারের মধ্যে ৩৬০ জন ভোট দেন। ইসলামিক স্টাডিজ বিভাগে ৪৩৮ জনের মধ্যে ২৯২ জন এবং দর্শন বিভাগে ৪৪৪ জনের মধ্যে ২৯৪ জন ভোট প্রদান করেন।

    বিজ্ঞান অনুষদ ও অন্যান্য বিভাগেও ভোটের হার ছিল সন্তোষজনক। গণিত বিভাগে ৫২৫ জনের মধ্যে ৩২৫ জন, রসায়ন বিভাগে ৫৩৫ জনের মধ্যে ৩৪৭ জন এবং মাইক্রোবায়োলজি বিভাগে ২৮০ জনের মধ্যে ১৪৪ জন ভোট দেন। আইন বিভাগে ৫২৬ জনের মধ্যে ৪৩০ জন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৪১২ জনের মধ্যে ৩২০ জন ভোট প্রদান করেন।

    চারুকলা অনুষদের ড্রয়িং, পেইন্টিং ও প্রিন্ট মেকিং বিভাগে ২৯০ জনের মধ্যে ১৬৫ জন এবং মনোবিজ্ঞানসহ চারুকলার অন্যান্য বিভাগে ১৬৮ জন শিক্ষার্থী ভোট দেন। ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ১৬৯ জন ভোটারের মধ্যে ১০০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…