ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকে পড়তে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্সের জনপ্রিয়তা! আইপিএলের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজির সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী সংখ্যা হু হু করে কমছে। কয়েক দিনের ব্যবধানে ফেসবুক ও ইনস্টাগ্রামে হাজার হাজার সমর্থক কেকেআরকে আনফলো করেছেন।
পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম আজকাল–এর তথ্য অনুযায়ী, মোস্তাফিজকে ছাড়ার ঘোষণার পর কেকেআরের ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১৮ মিলিয়ন থেকে নেমে এসেছে ১৭ মিলিয়নে। অর্থাৎ, অল্প সময়েই প্রায় ১০ লাখ অনুসারী হারিয়েছে দলটি।
একই চিত্র দেখা গেছে ইনস্টাগ্রামেও। সেখানে কেকেআরের অনুসারী সংখ্যা ৮ মিলিয়ন থেকে কমে দাঁড়িয়েছে প্রায় ৭ দশমিক ১ মিলিয়নে।
শুধু অনুসারী কমাই নয়, কেকেআরের পোস্টগুলোতেও বাড়ছে নেতিবাচক প্রতিক্রিয়া। ৩ জানুয়ারি মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘোষণা দেওয়া পোস্টটিতে এখন পর্যন্ত দুই লাখের বেশি প্রতিক্রিয়া পড়েছে।
এর বড় অংশই ‘অ্যাংরি’ ও ‘হাহা’ রিঅ্যাকশন। মন্তব্যের ঘরে বিসিসিআই ও ভারতের ক্রিকেট প্রশাসনকে লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করেছেন অসংখ্য সমর্থক।
বাংলাদেশি ক্রিকেটভক্তদের একটি বড় অংশ কেকেআরের ম্যাচ ও কনটেন্ট বর্জনের আহ্বান জানাচ্ছেন। ভৌগোলিক এবং আগে সাকিব আল হাসানের দীর্ঘদিনের উপস্থিতির কারণে বাংলাদেশে কেকেআরের সমর্থকসংখ্যা বরাবরই বেশি ছিল। ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেওয়ার ঘোষণার পর সেই আগ্রহ আরও বেড়েছিল।
আইপিএলের ইতিহাসে কোনো ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তায় এমন আকস্মিক ধস খুব কমই দেখা গেছে। এখন প্রশ্ন উঠছে, বিশাল এই সমর্থকগোষ্ঠীর আস্থা ফেরাতে কেকেআর ভবিষ্যতে কোনো ব্যাখ্যা বা পদক্ষেপ নেয় কি না। সময়ই বলে দেবে, মোস্তাফিজ ইস্যুর এই প্রভাব কতটা দীর্ঘস্থায়ী হয়।
আরডি