এইমাত্র
  • শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়
  • ৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে
  • রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
  • সিআইএর ‘ডাবল এজেন্ট’ অলড্রিখ এইমসের মৃত্যু
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ ব্লাকআউট থেকে ফিরেছে বার্লিন
  • নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলছে অস্ট্রেলিয়া
  • ট্রাম্প-নেতানিয়াহুকে ইরানের সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি
  • পিএসএলে নিবন্ধন করলেন মুস্তাফিজসহ ১০ বাংলাদেশি
  • হলফনামা ও রিটার্নের তথ্যে গরমিলকে ‘টাইপিং মিসটেক’ বললেন সারজিস
  • যুক্তরাষ্ট্রের তাড়া করা ট্যাংকারের সুরক্ষায় সাবমেরিন পাঠালো রাশিয়া
  • আজ বৃহস্পতিবার, ২৪ পৌষ, ১৪৩২ | ৮ জানুয়ারি, ২০২৬
    করপোরেট সংবাদ

    রামগঞ্জে ১১১ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

    রামগঞ্জে ১১১ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

    লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১১১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান স্মার্ট একাডেমি ও স্মার্ট ফাউন্ডেশন। 

    মঙ্গলবার (৬ জানুয়ারি) স্মার্ট একাডেমি প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক, সার্টিফিকেট ও উপহার সামগ্রী তুলে দেন।

    বৃত্তিপ্রাপ্তদের মধ্যে পঞ্চম শ্রেণির ৭৮ জন ও অষ্টম শ্রেণির ৩৩ জন শিক্ষার্থী রয়েছে। মোট ৫ লক্ষ টাকা নগদ বৃত্তির পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে একটি সার্টিফিকেট এবং প্রযুক্তি বিষয়ক একটি বই উপহার দেওয়া হয়। 

    এ ছাড়া দুই ক্যাটাগরিতে শীর্ষ তিনজন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিশেষ পুরস্কার হিসেবে ২টি ল্যাপটপ, ২টি ট্যাবলেট পিসি ও শিক্ষা উপকরণের একটি বান্ডেল প্রদান করা হয়।

    অনুষ্ঠানে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে রামগঞ্জ উপজেলার ৯৫টি স্কুল থেকে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী আমাদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। কঠোর ও স্বচ্ছ মূল্যায়নের মাধ্যমে মেধার ভিত্তিতে ১১১ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচন করা হয়েছে।’

    স্মার্ট একাডেমির অধ্যক্ষ মাহাবুবার রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা একাডেমিক এডভাইজার শরিফুল্লাহ আশ শামস, রামগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম এবং স্মার্ট ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান খায়রুল বাশার সেলিম।

    অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং শিক্ষার প্রসারে স্মার্টের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…