বাড়িতে ঢোকার চেষ্টা করতে গিয়ে এক চোর এক্সজস্ট ফ্যান বসানোর জন্য করা ছিদ্রে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ১০ ফুট উচ্চতায় মাথা ও হাত ঘরের ভেতরে আর পা বাইরে ঝুলন্ত অবস্থায় আটকে পড়ে সে।
রোববার (০৪ জানুয়ারি) রাতে ভারতের রাজস্থানের কোটা শহরে চুরির এ অদ্ভুত ও নাটকীয় ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়, কোটা শহরের বাসিন্দা সুভাষ কুমার রাওয়াত স্ত্রীকে নিয়ে মন্দিরে গিয়েছিলেন। বাড়ি ফিরে তারা দেখেন, এক ব্যক্তি তাদের বাড়ির দেয়ালে এক্সজস্ট ফ্যানের ছিদ্রে আটকে আছে। এই দৃশ্য দেখে প্রথমে দম্পতি চিৎকার শুরু করেন। কিছুটা সামলে নেয়ার পর তারা জানতে চান, ওই ব্যক্তি কী করছে।
এই অসম্ভব পরিস্থিতিতেও চোর নিজেকে সামলাতে না পেরে উল্টো হুমকি দিতে শুরু করে। সে জানায়, সে একজন চোর এবং তার কয়েকজন সহযোগী কাছাকাছিই আছে। তাকে ছেড়ে না দিলে দম্পতির ক্ষতি করা হবে বলেও হুমকি দেয় সে।
ঘটনার পরপরই রাওয়াত দম্পতি পুলিশে খবর দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য বাইরে এবং দুজন ভেতরে থেকে চোরটিকে টেনে বের করার চেষ্টা করছেন। চোরটি একটি রড ধরে ঝুলে ছিল। টানাটানির সময় সে ব্যথায় কাতরাতে থাকে এবং চিৎকার করে। পরে নিচে থাকা আরেক ব্যক্তি তাকে ধরে রাখলে সে কোনোমতে দাঁড়াতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সহযোগীরা সে আটকে পড়ার পরই পালিয়ে যায়। যে গাড়িতে করে তারা এসেছিল, সেটিও জব্দ করা হয়েছে। গাড়িটিতে ‘পুলিশ’ লেখা স্টিকার ছিল। চক্রটি কীভাবে এই স্টিকার সংগ্রহ করল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।
এবি