বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে গোজখালী বাজারে ইদ্রিস মোল্লার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনের লেলিহান শিখায় আবু তাহের ও যুগল চন্দ্রের ফার্মেসি, মোশারফ সিকদারের লাইব্রেরি এবং ইদ্রিস মোল্লা ও খোকন হাওলাদারের মুদি-মনোহরদি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খোকন হাওলাদার বলেন, “মোর সব শ্যাষ অইয়্যা গ্যাছে। মুই ক্যামনে সংসার চালামু কইতে পারিনা। আল্লাহ মোরে এইরহম বিপদ ক্যানো দিলে।”
প্রত্যক্ষদর্শী ও ঘর মালিক মোশারফ হোসেন মোল্লা বলেন, ‘আবু তাহের ও মোশারফ সিকদার আমার ঘরে ব্যবসা করতেন। তাদের দুইটি ব্যবসা প্রতিষ্ঠানসহ মোট পাঁচটি দোকান আগুনে পুড়ে গেছে।’
আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. হানিফ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে।”
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে সরকারি বিধি অনুযায়ী তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে।’
ইখা