এইমাত্র
  • বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে হুঁশিয়ারি!
  • চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব
  • তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত
  • বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান
  • বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান
  • পায়ে হেঁটে বাসা থেকে অফিসে গেলেন তারেক রহমান
  • গুলশানে একটু পরে শুরু হবে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
  • শেষ দিনে ইসিতে ১৩১ প্রার্থীর আপিল
  • রাতেই আসতে পারে তারেক রহমানের ভারমুক্তের ষোঘণা
  • কিশোরগঞ্জ-২ আসনে আলোচনায় এক পরিবারের ত্রিমুখী রাজনীতি
  • আজ শনিবার, ২৭ পৌষ, ১৪৩২ | ১০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মীকে হত্যা

    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম
    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম

    পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মীকে হত্যা

    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মী ইয়ানুল হোসেনকে ধারালো অস্ত্রধারা কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় আলামিন নামে অপর একজনকে গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়ায় এ ঘটনা ঘটে।

    নিহত ইয়ানুল হোসেন (৩৫) পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নের শালাখুর গ্রামের আলম মন্ডলের ছেলে। আর আহত আল আমিন একই এলাকা কামার গ্রামের বাসিন্দা।  

    পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, পাঁচবিবির শালাইপুর বাজার হতে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় ইয়ানুল হোসেন ও আল আমিন। গাড়িটি ঢাকারপাড়া নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা পথরোধ করে রাস্তা থেকে দক্ষিণ পাশে আলুর জমিতে টেনে নিয়ে ইয়ানুল হোসেন ও আল আমিন ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়। তখন ইয়ানুর মৃত্যুবরণ করে ও আল আমিন গুরুতর আহত হয়। সেখান থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ইয়ানুল হোসেনকে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আলামিনকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

    পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, নিহত যুবদলের নেতা ইয়ানুল হোসেনের লাশ জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোন এখনও অভিযোগ পাওয়া যায়নি।

    উল্লেখ্য গত ১৪ ডিসেম্বরে ওয়াজ মাহফিলে আদায়কৃত টাকাকে কেন্দ্র করে যুবদলের নেতা ইয়ানুল হোসেনের সাথে একই এলাকার দামপাড়া গ্রামের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য ময়নুল ইসলাম ও তার লোকজনের সাথে মারামারি হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়। এঘটনাকে কেন্দ্র করেই যুবদলের নেতা ইয়ানুল হোসেনকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…