এইমাত্র
  • বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে হুঁশিয়ারি!
  • চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব
  • তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত
  • বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান
  • বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান
  • পায়ে হেঁটে বাসা থেকে অফিসে গেলেন তারেক রহমান
  • গুলশানে একটু পরে শুরু হবে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
  • শেষ দিনে ইসিতে ১৩১ প্রার্থীর আপিল
  • রাতেই আসতে পারে তারেক রহমানের ভারমুক্তের ষোঘণা
  • কিশোরগঞ্জ-২ আসনে আলোচনায় এক পরিবারের ত্রিমুখী রাজনীতি
  • আজ শনিবার, ২৭ পৌষ, ১৪৩২ | ১০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চট্টগ্রামে বিয়ের আনুষ্ঠানিকতার আগেই দুর্ঘটনায় যুবকের মৃত্যু

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম

    চট্টগ্রামে বিয়ের আনুষ্ঠানিকতার আগেই দুর্ঘটনায় যুবকের মৃত্যু

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম

    বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই থেমে গেল একটি তরুণ জীবনের পথচলা। কাবিনের দিন শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে চট্টগ্রামের কর্ণফুলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন আনোয়ারার এক যুবক।

    শুক্রবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে সাতটার দিকে কর্ণফুলী উপজেলার পিএবি সড়কের ফাজিলখাঁরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত যুবকের নাম মো. আলী আব্বাস রিমন (২৮)। তিনি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী মাজারগেট এলাকার বাসিন্দা মো. মুছার ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। আজ (শুক্রবার) তাঁর বিবাহোত্তর কাবিন সম্পন্ন হওয়ার কথা ছিল।

    পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রিমন তাঁর শ্বশুরবাড়ি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে যান। সেখানে রাতযাপন শেষে শুক্রবার ভোরে মোটরসাইকেলে করে নিজ বাড়ি আনোয়ারার উদ্দেশে রওনা দেন। পথে ফাজিলখাঁরহাট বাজার এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

    প্রত্যক্ষদর্শী কাজী মুহাম্মাদ নাহিদ বলেন, ‘ভোরের দিকে ফাজিলখাঁরহাট বাজারে একটি ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা দেখি। বাইকটি মারাত্মকভাবে বিধ্বস্ত ছিল। আরোহী ঘটনাস্থলেই মারা যান। ধারণা করা হচ্ছে, হয় কোনো দ্রুতগতির গাড়ির ধাক্কা, না হয় সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।’

    নিহতের বাল্যবন্ধু মো. ফরহাদ বিন তাহের বলেন, ‘আজ রিমনের জীবনের সবচেয়ে আনন্দের দিন হওয়ার কথা ছিল। কিন্তু সেই আনন্দ শোক হয়ে গেল মুহূর্তেই। আমরা বিশ্বাসই করতে পারছি না, সে আর নেই।’

    যদিও অনেক স্থানীয় দাবি করছেন, কক্সবাজারগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। তবে পুলিশের পক্ষ থেকে এটির সত্যতা পাওয়া যায়নি। 

    এতে ঘটনাস্থলেই আব্বাসের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

    নিহত আলী আব্বাসের চাচাতো ভাই মো. শিবলু বলেন, পুলিশ আমাদের খবর দিলে ঘটনাস্থলে এসে ভাইয়ের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে এসেছি। বিস্তারিত কিছু এখন বলতে পারতেছি না। 

    ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘ভোরে পিএবি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’

    উল্লেখ্য, পারিবারিকভাবে সড়ক দুর্ঘটনার ক্ষত রিমনের পরিবারের জন্য নতুন নয়। গত বছরের এপ্রিল মাসে বাঁশখালী উপজেলার গুনাগরী এলাকায় একই মোটরসাইকেলে বাসের ধাক্কায় দুর্ঘটনায় নিহত হন রিমনের বড় ভাই সুমনের স্ত্রী।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…