নিউজিল্যান্ড সফরে একটি নাইটক্লাবের বাইরে কর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে বড় শাস্তি পেলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে ৩০ হাজার পাউন্ড জরিমানা করেছে। তবে শাস্তি পেলেও অধিনায়কত্ব বহাল রয়েছে ব্রুকের।
ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটে গত ৩১ অক্টোবর। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের দিন। মদ্যপ অবস্থায় থাকায় ২৬ বছর বয়সী ব্রুককে একটি নাইটক্লাবে ঢুকতে বাধা দেয়া হয়েছিল। এরপর নাইটক্লাবটির এক কর্মীর সঙ্গে তার কথাকাটাকাটি হয়। ধস্তাধস্তি হলেও চোট পাননি ব্রুক। ঘটনাটি নিজেই দলের নিরাপত্তা কর্মকর্তাদের জানান ব্রুক।
ইসিবির শৃঙ্খলা তদন্ত শেষে সর্বোচ্চ অঙ্কের জরিমানা হিসেবে তাকে ৩০ হাজার পাউন্ড জরিমানা করা হয়। বড় শাস্তি পেলেও ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে বহাল রাখা হয়েছে ব্রুককে।
অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজে ৪–১ ব্যবধানে হারের পর শুক্রবার ইংল্যান্ডে ফিরছেন ব্রুক। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পঞ্চম টেস্টে পাঁচ উইকেটে হেরে সিরিজ শেষ করে ইংল্যান্ড।
আগামী ১৯ জানুয়ারি তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবেন। গত বছরের এপ্রিল মাসে দায়িত্ব নেয়ার পর এটি হবে সাদা বলের অধিনায়ক হিসেবে তার প্রথম বড় টুর্নামেন্ট।
ইসিবির প্রকাশিত এক বিবৃতিতে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ব্রুক। তিনি স্বীকার করেন, তার আচরণ নিজের এবং ইংল্যান্ড দলের জন্য বিব্রতকর ছিল।
ব্রুক বলেন, ‘আমার আচরণের জন্য আমি ক্ষমা চাইছি। আমি সম্পূর্ণভাবে মেনে নিচ্ছি যে আমার আচরণ ভুল ছিল এবং এতে আমি নিজে ও ইংল্যান্ড দল বিব্রত হয়েছি। ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা সর্বোচ্চ সম্মানের বিষয়, যা আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিই। সতীর্থ, কোচ ও সমর্থকদের হতাশ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’
ইসিবির এক মুখপাত্র বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা অবগত এবং নির্ধারিত প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হয়েছে। সংশ্লিষ্ট খেলোয়াড় দুঃখ প্রকাশ করেছেন এবং স্বীকার করেছেন যে তার আচরণ প্রত্যাশিত ছিল না।’
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুই উইকেটে হেরে সিরিজ ৩–০ ব্যবধানে হারেছিল ইংল্যান্ড। এরপর শুরু হওয়া অ্যাশেজেও তারা ব্যর্থ হয়। সিরিজে ব্রুক ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ১০ ইনিংসে দুই ফিফটির সাহায্যে ৩৫৮ রান করেন তিনি।
আরডি