রাজধানীর সরকারি বাঙলা কলেজে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে BBA Alliance-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে Job & Career Fair-2026।
বুধবার (৭ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ জব ফেয়ারে দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ফেয়ার চলাকালে প্রতিষ্ঠানগুলো সরাসরি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে অর্ধশতাধিক শিক্ষার্থীকে বিভিন্ন পদে নিয়োগ প্রদান করে।
জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রাণ-আরএফএল গ্রুপ, BEACON Pharmaceutical Limited, Daffodil Reception Centre (DRC)-সহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানগুলো তাদের নিয়োগ বিজ্ঞপ্তি ও শূন্যপদ নিয়ে শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয় এবং তাৎক্ষণিকভাবে জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহের পাশাপাশি প্রাথমিক বাছাই সম্পন্ন করে।
আয়োজক সূত্রে জানা গেছে, জব ফেয়ার থেকেই BEACON Pharmaceutical Limited-এ ৬ জন এবং Daffodil Reception Centre (DRC)-এ ২৫ জন শিক্ষার্থী বিভিন্ন পদে নিয়োগ পান। এছাড়াও অন্যান্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানে আরও অনেক শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
জব ফেয়ারের মূল উদ্যোক্তা ও BBA Alliance-এর ব্যবস্থাপনা বিভাগীয় প্রতিনিধি মো. নজরুল ইসলাম খাঁন বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের বিষয়টি সামনে রেখেই আমরা এই জব ফেয়ারের আয়োজন করেছি। ক্যাম্পাসেই নিয়োগদাতাদের উপস্থিতি শিক্ষার্থীদের জন্য বাস্তব অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস তৈরি করে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত করতে নিয়মিতভাবে এ ধরনের ক্যাম্পাসভিত্তিক জব ফেয়ার আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এ সময় তিনি সরকারি বাঙলা কলেজের অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে এ ধরনের আয়োজনে এগিয়ে আসার আহ্বান জানান।
জব ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে সরাসরি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরির সুযোগ পাওয়ায় তারা উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছেন। অনেক শিক্ষার্থী মনে করছেন, এ ধরনের আয়োজন চাকরির বাজার সম্পর্কে বাস্তব ধারণা তৈরিতে সহায়ক হবে।
জব ফেয়ারে সরাসরি নিয়োগ প্রাপ্ত এক শিক্ষার্থী বলেন, এ ধরনের আয়োজন আমাদের মতো শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে এসে চাকরির প্রস্তুতি, ইন্টারভিউ পদ্ধতি এবং কর্পোরেট পরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি।
আয়োজকদের মতে, Job & Career Fair-2026 সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের জন্য শুধু চাকরির সুযোগই নয়, বরং ক্যারিয়ার পরিকল্পনা ও দক্ষতা উন্নয়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আরডি