জলাধারের চারপাশে লাল-সাদা-হলুদসহ হরেক রঙের ফুল দোল খাচ্ছে পৌষের বাতাসে। সেসব ফুলের রং আর গন্ধে মাতোয়ারা চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্ক।
শুক্রবার (৯ জানুয়ারী) থেকে ডিসি পার্কে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। এটি পার্কের চতুর্থ ফুল উৎসব; যা শেষ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। এদিন সকালে ফুল উৎসবের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক।
মাসব্যাপী এ আয়োজনে রয়েছে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ। নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি, ফ্লাওয়ার টি।
পুরো পার্ক জুড়ে রঙিন ফুলে সাজানো হয়েছে নানা ফুলের ভাস্কর্য, থিম ও ল্যান্ড স্ক্যাপ। দেশি-বিদেশি ফুল দিয়ে সাজানো হয়েছে পার্কের প্রতিটি কর্নার। হাটার পথের পাশেও আছে ফুলের সমাহার। পার্কে রাখা হয়েছে ছবি তোলার জন্য আলাদা আলাদা জায়াগা।
এই উৎসবে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল, মাসব্যাপী গ্রামীণমেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, ভায়োলিন শো, মুভি শো, পুতুল নাচসহ নানারকমের আয়োজন রেখেছে কর্তৃপক্ষ।
এছাড়া উৎসবে রাখা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রচারণার একটি বিশেষ স্টল।
সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুর মৌজার বালুচর শ্রেণির এ জায়গাটি দখলে নিয়ে গড়ে তোলা হয়েছিল ‘শুকতারা’ নামে একটি পর্যটন কেন্দ্র ও রেস্টুরেন্ট। ২০২২ সালে এ জায়গা থেকে দখলদার উচ্ছেদ করেছে জেলা প্রশাসন সেটিকে পার্কে রূপান্তর করে। নাম দেয়া হয় ‘ডিসি পার্ক’।
পরের বছর থেকে সেখানে আয়োজন করা হয় ফুল উৎসবের। যা চট্টগ্রামবাসীর পাশাপাশি বিভিন্ন জেলার মানুষের কাছে নজর কেড়েছে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলার পাশাপাশি দেশের বিভিন্ন জেলার লোকজনও আসেন রঙবেরঙের বাহারি ফুলের এ উৎসব দেখতে।