কক্সবাজার টেকনাফের নাফনদীর উপকুল সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে পরিচয় বিহীন এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯ টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ঘোলার পাড়া বেড়িবাঁধ এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় এই মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
স্থানীয়রা ধারণা করে সময়ের কণ্ঠস্বরকে জানিয়েছেন, উদ্ধারকৃত নিহত কিশোরীর আনুমানিক বয়স ১৩/ ১৪ বছর হতে পারে। মৃতদেহটি উদ্ধার করার সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগে থাকা একটি কাগজে দুটি মোবাইল নাম্বার পাওয়া গেছে একটি বাংলাদেশী অপরটি মালেশিয়ার নাম্বার।
ঘটনাস্থলে আশেপাশে থাকা বেশ কয়েক জন প্রত্যক্ষদর্শী সময়ের কণ্ঠস্বরকে জানান, শুক্রবার এশার নামাজ শেষে বেড়িবাঁধের দিকে হঠাৎ এক নারীর চিৎকার শুনে তারা ঘর থেকে বের হয়। বেড়িবাঁধে গিয়ে গিয়ে দেখতে পায়, মাটিতে পড়ে থাকা অবস্থায় এক কিশোরী বমি করছিল। এসময় তারা মেয়েটির পরিচয় জানতে চাইলে সে নিজের নাম আরফা এবং তার বাড়ি কক্সবাজারের মহেশখালী এলাকায় বলে জানান। তার কাছে থাকা ব্যাগ থেকে বাংলাদেশি একটি নাম্বার পাওয়া যায়। উক্ত নাম্বারে ফোন দিয়ে দেখা যায় নাম্বারটি শাহপরীরদ্বীপ সেলিম মিস্ত্রির নামে এ্যাড করা আছে। এরপর সেলিম মিস্ত্রিকে জিজ্ঞাসা করা হয় মেয়েটিকে চিনে কিনা। এই কথাটি শুনার সাথে সাথে সে ফোন বন্ধ করে দেয়। এরপর থেকে বেশ কয়েক বার যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারেনি প্রত্যক্ষদর্শীরা।
শাহপরীরদ্বীপ বিওপিতে দায়িত্বরত বিজিবির সাথে কথা বলে মুমূর্ষু অবস্থায় কিশোরীকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর বিষয়টি পুলিশকে অবিহিত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নাম না জানা এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধার হওয়া মৃতদেহটির ময়নাতদন্ত রিপোর্ট ও পরিচয় সনাক্ত করার প্রক্রিয়া চলছে। ঘটে যাওয়া ঘটনার রহস্য উদঘাটন করার পাশাপাশি জড়িত অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এফএস