রাজধানীর উত্তরায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের উত্তরা ফাউন্ডেশন’। শুক্রবার (৯ জানুয়ারি) উত্তরা ১৫ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা ফাউন্ডেশন স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দেওয়ান আরিফুল ইসলামের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোনালিসা মুন্নি এবং আমাদের উত্তরা ফাউন্ডেশনের সভাপতি আলী হোসেন শ্যামল, সাধারণ সম্পাদক এলেন বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক রাশিদুল আলম, প্রচার সম্পাদক ফজলে এলাহি, ত্রাণ বিষয়ক সম্পাদক রিপন সরকার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক দেওয়ান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সামাজিক দায়বদ্ধতা থেকে উত্তরা ফাউন্ডেশন সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।’
সংগঠনের কর্তারা জানান, উত্তরা ফাউন্ডেশন স্কুলের মাধ্যমে তারা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নিয়ে আসছেন। উপস্থিত সুবিধাভোগীরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইখা