এইমাত্র
  • টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব বাবুকে বহিস্কার
  • বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি
  • ক্রিকেটকে বিদায় বললেন ৮ বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক
  • প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি
  • আইসিসির কার্যক্রম বন্ধ করতে বললেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার
  • ‘ডার্বি’ জিতে পিএসজিকে বিদায় করলো প্যারিস এফসি
  • নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা
  • বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা বলা হয়েছে
  • প্রবাসীদের জন্য চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম: আসিফ নজরুল
  • ‘অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি’
  • আজ মঙ্গলবার, ৩০ পৌষ, ১৪৩২ | ১৩ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    অফিস রেখে গল্পতে ব্যস্ত তারা, সেবা প্রত্যাশীদের দুর্ভোগ

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম

    অফিস রেখে গল্পতে ব্যস্ত তারা, সেবা প্রত্যাশীদের দুর্ভোগ

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম

    সকাল ১১ টা তখন অফিস টাইম চলমান। সরকারী-বেসরকারী অফিসে তখন থাকে সেবা প্রত্যাশীদের ভিড়। আর ঠিক সেই সময় অফিসের প্রবেশ পথে চেয়ার, টেবিল ও রশি টানিয়ে ”অফিসের উন্নয়ন কাজ চলমান” লিখে ভিতরে অফিস কক্ষে অফিস করছেন তিনি।

    তবে সাধারন মানুষের প্রশ্ন, কেন সামনে রশি টানানো। আর ভিতরের কক্ষে কি হচ্ছে!

    যে ছবিটি দেখানো হয়েছে,সেটি অন্য কোন জেলায় নয়, ‍এটি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা অফিসের চিত্র।

    উপজেলা নির্বাহী অফিসের চতুর্থ তলায় উত্তর-পূর্ব পাশে উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসের প্রবেশ মুখে চেয়ার, টেবিল ও রশি টানিয়ে ”অফিসের উন্নয়ন কাজ চলমান” লিখে অফিসে যাতায়াতের পথ বন্ধ করে রাখে। এমন ঘটনা দেখে সাধারন লোকজন অনেকেই ফিরে যান।

    সোমবার (১২ জানুয়ারী) সকালে উপজেলার বিভিন্ন এলাকার সাধারন লোকজন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সভাপতিরা কাজের জন্য ওই দপ্তরে আসলে অফিসের পথে রশি টানানো দেখে অনেকে ফিরে যান। তখন প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা তার নিজের অফিস কক্ষে অবস্থান করছিলেন।

    এসময় সেবা গ্রহীতা গৈলা গ্রামের শাহাবুদ্দিন সরদার কর্মকর্তার সাথে দেখা করতে না পেরে ক্ষোভ প্রকাশ করে ফিরে যান। এছাড়াও দুপুরের দিকে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উন্নয়ন প্রকল্পের একাধিক সভাপতি নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তার এহেন কর্মকান্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এসময় তারা সরকারী নিয়ম সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময় থাকলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা’র সরকারী নির্দেশনা অমান্য করে নিজে ইচ্ছেমত অফিস করছে বলে অভিযোগ করেন।

    এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা চেয়ার-টেবিল ও রশি টানানোর কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, অফিসের কক্ষ পরিবর্তন করে আমি অফিসেই ছিলাম। অফিসে আগত অসংখ্যা লোকজন সেবা দিয়েছি।

    এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানান, অফিসের কাজ করার জন্য এরকম হতে পারে। তবে ব্যাপারটা আমি দেখতেছি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…