এইমাত্র
  • টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব বাবুকে বহিস্কার
  • বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি
  • ক্রিকেটকে বিদায় বললেন ৮ বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক
  • প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি
  • আইসিসির কার্যক্রম বন্ধ করতে বললেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার
  • ‘ডার্বি’ জিতে পিএসজিকে বিদায় করলো প্যারিস এফসি
  • নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা
  • বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা বলা হয়েছে
  • প্রবাসীদের জন্য চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম: আসিফ নজরুল
  • ‘অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি’
  • আজ মঙ্গলবার, ৩০ পৌষ, ১৪৩২ | ১৩ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোলা-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, জোটের একক প্রার্থী পার্থ

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:১১ এএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:১১ এএম

    ভোলা-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, জোটের একক প্রার্থী পার্থ

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:১১ এএম

    ভোলা-১ (সদর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে ওই আসনটিতে জোটের একক প্রার্থী এখন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

    সোমবার (১২ জানুয়ারি) বিকেলে গোলাম নবী আলমগীরেরর আইনজীবী অ্যাডভোকেট মো. আমিরুল ইসলাম বাছেদের মাধ্যমে তিনি রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।

    মনোনয়নপত্র প্রত্যাহারের পর ভোলা-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের একক প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

    মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে ভোলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান জানান, সোমবার বিকেলে আইনজীবীর মাধ্যমে গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন পেয়েছেন। নিয়ম অনুযায়ী তা গ্রহণ করা হয়েছে। 

    প্রত্যাহারের আবেদনে উল্লেখ করা হয়, গোলাম নবী আলমগীর গত ২৮ ডিসেম্বর ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। ৩ জানুয়ারির যাচাই-বাছাইয়ে মনোনয়নটি বৈধ ঘোষণা করা হয়েছে।  ব্যক্তিগত কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে প্রত্যাহার আবেদনে উল্লেখ করা হয়েছে।

    মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেদ জানান, নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রত্যাহার আবেদন জমা দেওয়া হয়েছে।

    উল্লেখ, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. ওবায়দুর রহমান, এনপিপির মো. মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের মো. আইনুর রহমান জুয়েল এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আশ্রাফ আলী।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…