রংপুরের তারাগঞ্জ উপজেলায় একটি ঔষধের দোকানের সাটারের তালা কেঁটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
অন্যান্য দিনের মত সেদিন রাতেও ঘনিরামপুর বেলতলী এলাকায় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোজাহিদ ফার্মেসির মালিক মোঃ মোজাহিদ ইসলাম দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরের দিন সকালবেলা দোকান খোলার জন্য আসলে তিনি দোকানের সাটারের তালা কাঁটা দেখতে পান। পরে সাটার ভাসিয়ে দোকানের ভিতরে প্রবেশ করে দেখেন দোকানের কিছু মালামাল নিচে পরে আছে ও মাল রাখার র্যাকগুলো খালি পড়ে রয়েছে। দোকানের মালগুলো কে বা কাহারা নিয়ে গিয়েছে।এ ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানান তিনি।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসআর