গৌরনদীতে রাতের আঁধারে এক ভ্যানচালককে নির্মমভাবে হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গৌরনদী উপজেলার কাসেমাবাদ বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়।
অবরোধের কারণে কাসেমাবাদ বাসস্ট্যান্ড থেকে সড়কের দুই প্রান্তে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দক্ষিণাঞ্চলগামী ও উত্তরাঞ্চলগামী শতাধিক দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
নিহত ভ্যানচালকের নাম মো. মঞ্জু বেপারী (৫০)। তিনি গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে। গত শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহতের স্বজন এবং এলাকাবাসী।
বিক্ষোভকারীরা জানান, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে। তারা বলেন, একটি নির্মম হত্যাকাণ্ডের পরও যদি অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
এ বিষয়ে গৌরনদী থানার পক্ষ থেকে জানানো হয়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়।
এসআর