স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর রিয়াল মাদ্রিদ তাদের কোচ জাবি আলোনসোর বিদায়ের ঘোষণা দিলো। দায়িত্ব নেয়ার মাত্র সাত মাসের মাথায় রিয়াল মাদ্রিদের ডাগআউটের দায়িত্ব ছাড়ল ‘ঘরের ছেলে’ আলোনসো। তার স্থলাভিষিক্ত হয়েছেন রিয়ালেরই আরেক সাবেক ফুটবলার আলভারো আরবেলোয়া।
গত বছরের জুনে কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন বায়ার লেভারকুসেনকে অবিশ্বাস্য সাফল্য এনে দেয়া জাবি আলোনসো। তবে ইউরোপের সফলতম ক্লাবটির ডাগআউটে নিজের সেই জাদুকরী ফর্ম ধরে রাখতে পারছিলেন না তিনি।
লা লিগায় ১৯ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে পরাজয় সমর্থকদের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়; গ্যালারি থেকেই ওঠে ‘বরখাস্ত করো’ স্লোগান।
সোমবার (১২ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে,‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, মূল দলের কোচ হিসেবে জাবি আলোনসোর অধ্যায় এখানেই শেষ।’
আলোনসোর অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪টি ম্যাচ খেলেছে রিয়াল, যার মধ্যে ২৪টিতে জয় পেলেও হেরেছে ৬টিতে এবং ড্র করেছে ৪টি ম্যাচে। ইউরোপের শীর্ষ পর্যায়ে রিয়ালের মতো ক্লাবের জন্য এই ফলাফল অপর্যাপ্ত বলে মনে করছে বোর্ড।
আলোনসোর বিদায়ের কিছুক্ষণ পরই নতুন কোচের নাম ঘোষণা করে রিয়াল। ক্লাবের সাবেক রক্ষণভাগের তারকা আলভারো আরবেলোয়াকে মূল দলের দায়িত্ব দেয়া হয়েছে।
আরবেলোয়া এর আগে রিয়ালের যুব একাডেমি ও রিয়াল কাস্তিয়ার কোচের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। ২০১৭ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানো এই তারকা কোচিং পেশায় যুক্ত হন ২০২০ সালে।
খেলোয়াড়ি জীবনে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত রিয়ালের জার্সিতে ২৩৮টি ম্যাচ খেলেছেন আরবেলোয়া। দুটি চ্যাম্পিয়নস লিগ ও লা লিগাসহ রিয়ালের হয়ে ৮টি ট্রফি জয়ের অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া স্পেনের স্বর্ণালি প্রজন্মের সদস্য হিসেবে ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ ইউরো জয়ের স্বাদ পেয়েছেন তিনি।
আরডি