জয়পুরহাটে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন-উত্তরপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার খরমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার খরমপুর গ্রামের মোজাফফর রহমানের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের ৯ জানুয়ারি বিকেল ৪টায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২ নম্বর কক্ষে পরীক্ষার্থী আমির হামজাকে তার নিজ হেফাজতে থাকা মোবাইল ফোনে ক্ষুদে বার্তা (এসএমএস) দেখে উত্তরপত্র পূরণ করতে দেখা যায়। এ সময় দায়িত্বে থাকা কক্ষ পরিদর্শক এসএমএসের সঙ্গে পরীক্ষার্থীর উত্তরপত্রের মিল লক্ষ্য করে বিষয়টি তাৎক্ষণিকভাবে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি সাকিল আহম্মেদকে জানান। পরে তিনি জয়পুরহাট থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে পরীক্ষার্থী আমির হামজা অসৎ পন্থা অবলম্বনের বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি সাকিল আহম্মেদ বাদী হয়ে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তে পলাতক আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআর