দক্ষিণ কোরিয়ার বিশেষ প্রসিকিউটর মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ডের আবেদন করেছেন। অভিযোগটি তার ২০২৪ সালের ডিসেম্বর মাসে সাময়িকভাবে সামরিক আইন জারি করার সঙ্গে সম্পর্কিত।
সিউল কেন্দ্রীয় জেলা আদালতে শেষ যুক্তিতে এক প্রসিকিউটর বলেছেন, তদন্তকারীরা নিশ্চিত করেছেন, সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনের নির্দেশে অক্টোবর ২০২৩ থেকে একটি পরিকল্পনা তৈরি করা হয়েছিল। যার লক্ষ্য ছিল, সামরিক আইন জারি করে ইউনকে ক্ষমতায় রাখার ব্যবস্থা করা। ৬৫ বছর বয়সী ইউন এ অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি দাবি করেছেন, প্রেসিডেন্ট হিসেবে সামরিক আইন জারি করা তার ক্ষমতার মধ্যে পড়ে এবং এটি মূলত বিরোধী দলের সরকার বাধাগ্রস্ত করার কার্যক্রমকে সতর্কবার্তা দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছিল।
ইউনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি এই বিদ্রোহের মূল পরিকল্পনাকারী ছিলেন। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী এই অপরাধের শাস্তি কঠোর এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
তবে দেশটি গত কয়েক দশক ধরে মৃত্যুদণ্ড কার্যকর করেনি। সিউল কেন্দ্রীয় জেলা আদালত এই মামলার রায় ফেব্রুয়ারিতে ঘোষণা করার আশা করা হচ্ছে।
গত এপ্রিল মাসে পদচ্যুত হওয়া ইউন সুক ইয়োলের বিরুদ্ধে তার সামরিক আইন ও অন্যান্য বিতর্কিত কর্মকাণ্ডের কারণে একাধিক মামলা চলছে। এর মধ্যে বিদ্রোহ পরিচালনার অভিযোগ সবচেয়ে গুরুতর।
সূত্র : রয়টার্স
এবি