এইমাত্র
  • দফায় দফায় বৈঠকেও চূড়ান্ত হলো না ১১ দলের আসন সমঝোতা
  • গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি
  • দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটরা
  • চলতি মাসেই নতুন নেতা নির্বাচন করবে হামাস
  • স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের
  • বিশ্বকাপ বয়কট করলে ‘জিম্বাবুয়ে ছাড়া কেউ আমাদের সঙ্গে খেলবে না’
  • শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, ফোনে যাবে কল!
  • যশোর ডিসি অফিস চত্বরে টিকটক নিষিদ্ধ
  • চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় 'ট্যাটু সোহেল' গ্রেফতার
  • বেকসুর খালাস পেলেন ইরাকে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি
  • আজ বুধবার, ৩০ পৌষ, ১৪৩২ | ১৪ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটরা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম

    দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটরা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম

    দক্ষিণ কোরিয়ার বিশেষ প্রসিকিউটর মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ডের আবেদন করেছেন। অভিযোগটি তার ২০২৪ সালের ডিসেম্বর মাসে সাময়িকভাবে সামরিক আইন জারি করার সঙ্গে সম্পর্কিত।

    সিউল কেন্দ্রীয় জেলা আদালতে শেষ যুক্তিতে এক প্রসিকিউটর বলেছেন, তদন্তকারীরা নিশ্চিত করেছেন, সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনের নির্দেশে অক্টোবর ২০২৩ থেকে একটি পরিকল্পনা তৈরি করা হয়েছিল। যার লক্ষ্য ছিল, সামরিক আইন জারি করে ইউনকে ক্ষমতায় রাখার ব্যবস্থা করা। ৬৫ বছর বয়সী ইউন এ অভিযোগ অস্বীকার করেছেন। 

    তিনি দাবি করেছেন, প্রেসিডেন্ট হিসেবে সামরিক আইন জারি করা তার ক্ষমতার মধ্যে পড়ে এবং এটি মূলত বিরোধী দলের সরকার বাধাগ্রস্ত করার কার্যক্রমকে সতর্কবার্তা দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছিল।

    ইউনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি এই বিদ্রোহের মূল পরিকল্পনাকারী ছিলেন। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী এই অপরাধের শাস্তি কঠোর এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

    তবে দেশটি গত কয়েক দশক ধরে মৃত্যুদণ্ড কার্যকর করেনি। সিউল কেন্দ্রীয় জেলা আদালত এই মামলার রায় ফেব্রুয়ারিতে ঘোষণা করার আশা করা হচ্ছে। 

    গত এপ্রিল মাসে পদচ্যুত হওয়া ইউন সুক ইয়োলের বিরুদ্ধে তার সামরিক আইন ও অন্যান্য বিতর্কিত কর্মকাণ্ডের কারণে একাধিক মামলা চলছে। এর মধ্যে বিদ্রোহ পরিচালনার অভিযোগ সবচেয়ে গুরুতর।

    সূত্র : রয়টার্স

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…