চাঁদপুরে বিচারিক আদালতের নির্দেশে মৎস্য আইনের ৪৩টি মামলার আলামত হিসেবে জব্দকৃত অবৈধ জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার(১৩ জানুয়ারি) বিকেলে চাঁদপুর হরিণা নৌ পুলিশ ফাঁড়ির সামনে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
চাঁদপুর চীফ জুডিশিয়াল আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ বর্ধন ও আব্দুল মান্নান উপস্থিতিতে এসব নিষিদ্ধ জাল ধ্বংস করা হয়। আদালতের নির্দেশে ধ্বংস করা জালের পরিমাণ ছিল প্রায় ৬৪ হাজার ৮০০ মিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬৯ হাজার টাকা।
মৎস্য আইনের আওতায় জব্দ করা এসব অবৈধ জাল আদালতের আদেশে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যাতে ভবিষ্যতে এগুলো পুনরায় ব্যবহারের সুযোগ না থাকে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীর মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ জাল ব্যবহার রোধে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।
এনআই